মানবপাচারের শিকার শতাধিক ব্যক্তি দেশে ফিরে এসে মানবেতর জীবন যাপন!!

0
180
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : দেশের শত শত যুবক যুবতি মানবপাচারকারী চক্রের শিকার হয়ে বিদেশে প্রতারিত হয়ে দেশে ফিরে এসে মানবেতর ছীবন যাপন করছে। চলতি বছর জানুয়ারী- ফেব্রুয়ারী ৩৮ জন বাংলাদেশী মানবপাচারকারী দালাল ও রিক্রুটিং এজেন্সির কুচক্রে ইউরোপের বিভিন্ন দেশে উচ্চ বেতনের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভিয়েতনামে পাচার করে। চলতি বছর জুন মাসের প্রথম সপ্তাহে ২৭ জন পাচারের শিকার ব্যক্তি দেশে ফিরে এলেও শতাধিক ব্যক্তি ভিয়েতনামে পুলিশি নিযাতনে মানবেতর জীবন যাপনের সংবাদ প্রচারিত হলে বাংশাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সাথে যোগাযোগ করে তাদের দেশে ফিরিয়ে আনার আহবান করে। ১৮ আগষ্ট’২০ , সরকারের সহায়তায় ১০৬ জন মানবপাচারের শিকারী ফিরে এলেও বাংলাদেশ সরকারের পক্ষে পুলিশ ৮৩ জনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগে মামলা দায়ের করে জেল হাজতে পাঠিয়ে দেয়। দীঘ আইনী লড়াই শেষে অক্টাবর প্রথম সপ্তাহে পাচারের শিকার ভিকটিমগন জামিনে মুক্তি পেলেও দালাল ও রিক্রুটিং এজেন্সির লোকজন তাদের বিভিন্নভাবে ভয়ভিতি ও প্রাণনাশের হুমকি প্রদান করছে। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ইউনরক ইন্টারন্যাশনাল এর সহায়তায় এই সকল ভিকটিমদের আইনী সহায়তা পদান করে আসছে। এই সকল মানবপাচার ঘটনায় এযাবত ২৬টি মামলায় ১৭১জনকে গ্রেফতার করা হলেও অনেক অভিযুক্ত ও এর মূলহোতাদের গ্রেফতার করা হয়নি। এদিকে মানবপাচার দালাল ও রিক্রুটিং এজেন্সির হুমকির শিকার হয়ে দেশের বিভিন্ন থানায় একাধিক জিডি ও মামলা দায়ের করা হলেও অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছেনা। মানবপাচারের শিকার ব্যক্তিরা একদিকে ভিটে মাটি বিক্রি করে সবোশান্ত হয়ে সবকিছু হাড়িয়ে বিদেশে গিয়ে প্রতারিত হয়েছে এবং দালাল ও রিক্রুটিং এজেন্সির হুমকির শিকার হচ্ছে অন্যদিকে দেশে কমসংস্থানের অভাবে আথিক কষ্টে মানবেতর জীবন যাপন করছে। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নিবাহী পরিচালক মোঃ জালাল উদ্দিন মানবপাচারের শিকার ব্যক্তিদের সরকারী প্রনোদনা প্যকেজের আওতায় আথিক সহায়তা প্রদানের জন্য সরকারের নিকট আহবান জানাচ্ছে, অন্যদিকে মানবপাচারের শিকার যে সকল ব্যক্তি বিদেশেপ প্রতারিত হয়ে দেশে ফিরে এসে মানবেতর জীবন যাপন করছে তাদের কারগরী দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষন ও আথিক সহায়তা প্রদানের জন্য দাতা সংস্থাদের অনুরোধ জানান।
১৯ সেপ্টম্বর’ ২০ রাত ১২টায় বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সীমান্তবতী নো ম্যন্স এরিয়া থেকে কাদির শেখ (৫৭) ও আলেকনূর বানু নামে দুইজন ভারতীয় নাগরিক র্যাব-৫ রাজশা হী কতৃক গ্রেফতার হয়। এর তিনদিন পর র্যাব বাদী হয়ে তাদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্থ আইনের ১৯-এ ও ১৯ ( এফ) ধারায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা চলমান অবস্থায় আলেকনূর বানু আদালতের জামিনে দেশে ফিরে গেলেও দীঘ আইনী লড়াই শেষে ২৩ ফেব্রুয়ারী ২০২০ তারিখে আদাদতের রায়ে বেকসুর খালাস হলেও অজ্ঞাত কারনে আট মাস যাবত চাপাইনবাবগঞ্জ জেলে রয়েছেন। ভুক্তভোগীর পরিবার ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশে অবস্থিত ভারতীয় দৃতাবাসসহ সংশ্লিষ্ঠ মন্রনালয় ও বিভাগে যোগাযোগ করে কোন প্রতিকার না পেয়ে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার শরনাপন্ন হন। সংস্থার পক্ষ থেকে ইতোমধ্যে ভারতীয় দূতাবাস, পররাষ্ট্র মত্রনালয়, আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট বিভাগে তার মুক্তির ব্যাপারে যোগাযোগ করা হয়েছে। সংস্থা আশাবাদী অচিরেই আদালত কতৃক বেকসুর খালায়প্রাপ্ত কাদির শেখ মুক্ত হয়ে দেশে ফিরে যাবে। অভিযুক্ত কাদির শেখের মামলায় আইনী সহায়তা প্রদান করেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার রাজশাহী প্রতিনিধি ও চাপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদী।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here