মান্দায় আইন-শৃঙ্খলা, বাল্যবিয়ে ও মাদক নির্মূল বিষয়ক প্রশিক্ষণ

0
270
728×90 Banner

অসীম কুমার দাস (নওগাঁ প্র‌তি‌নি‌ধি) : নওগাঁর মান্দায় আইন-শৃঙ্খলা, বাল্যবিয়ে ও মাদক নির্মূল বিষয়ক তিনদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার কর্মশালার সমাপনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন প্রধান অতিথি ছিলেন।
কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মান্দা সার্কেলের সহকারি পুলিশ সুপার মতিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম হাবিবুল হাসান, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, পরিদর্শক তদন্ত তারেকুর রহমান, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা শরিফ হোসেন, ন্থানীয় সরকার বিভাগ ও জাইকার উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের ইউডিএফ আল ইমরান প্রমুখ।
তিনদিনের কর্মশালায় আইন-শৃঙ্খলা, বাল্যবিয়ে ও মাদক নির্মূল বিষয়ক প্রশিক্ষণে উপজেলার ১৪ ইউনিয়নের বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ৩০ জন নারী এবং শেষদিনে ট্রাফিক আইন ও নিরাপদ সড়ক বিষয়ক প্রশিক্ষণে মোটরসাইকেল, ভটভটি, অটোচার্জার, মাইক্রোবাস ও ট্রাকের ১২০ জন চালক অংশগ্রহণ করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here