মৌলভীবাজার শ্রীমঙ্গল ট্রেনের নিচে কাটা পড়ে মা নিহত- ৩ বছরের শিশু আহত

0
145
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : মৌলভীবাজার শ্রীমঙ্গল রেলস্টেশনে রেললাইন পারাপার হবার সময় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়েছেন উজ্জ্বলা রানী দাস (২৮)। এ সময় ওই নারীর কোলের তিন বছরের সন্তানটিরও পায়ের একটি অংশ কাটা পড়ে মারাত্মকভাবে আহত হয়েছে। পরে আহত শিশুটিকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার (৯ মে) দুপুরে শ্রীমঙ্গল রেলস্টেশনে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে।
মৌলভীবাজার শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর আজ গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, আজ মঙ্গলবার দুপুরে অসাধানতাবশত বাচ্চা কোলে নিয়ে রেললাইন অতিক্রমের সময় পাহাড়িকা ট্রেনের নিচে কাটা পড়ে একজন নারী মারা গেছেন এবং তার ৩ বছরের সন্তান আহত হয়েছে। আহত শিশুটিকে তাৎক্ষণিকভাবে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও এরপরে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সবশেষে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য সিলেট মেডিক্যালে পাঠানো হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, নিহত নারীর নাম উজ্জ্বলা রানি দাস। তার বয়স ৩০-২২ হবে। তার বাবার নাম রাজচন্দ্র দাস। কিন্তু স্বামীর নাম ও ঠিকানা পাওয়া যায়নি। তবে, নিহতের ঠিকানা শনাক্তকারণে আমাদের অনুসন্ধান চলছে। এ ঘটনায় শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here