যুক্তরাষ্ট্র থেকে এলো আটটি রেল ইঞ্জিন

0
147
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : ২০১৯ সালের ১৪ জানুয়ারি এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ১ হাজার ১২৩ কোটি টাকায় যুক্তরাষ্ট্রের প্রোগ্রেস রেল লোকোমেটিভ ইন করপোরেশনের কাছ থেকে ইঞ্জিন কেনার চুক্তি করে বাংলাদেশ রেলওয়ে।
যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রাম বন্দরে এসেছে রেলওয়ের আটটি ব্রডগেজ ইঞ্জিন। শনিবার সকালে ইঞ্জিনগুলো জাহাজ থেকে খালাস করা শুরু হয়।ইঞ্জিন কেনা প্রকল্পের উপপরিচালক কাজী ওমর ফারুক নিউজবাংলাকে জানান, যুক্তরাষ্ট্র থেকে ৪০টি ব্রডগেজ ইঞ্জিন আনা হচ্ছে। পাঁচ ধাপে এগুলো বন্দরে আসবে। শনিবার প্রথম ধাপে আসে আটটি।
২০১৯ সালের ১৪ জানুয়ারি এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ১ হাজার ১২৩ কোটি টাকায় যুক্তরাষ্ট্রের প্রোগ্রেস রেল লোকোমেটিভ ইন করপোরেশনের কাছ থেকে ইঞ্জিন কেনার এ চুক্তি করে বাংলাদেশ রেলওয়ে।তিনি আরও জানান, রেলওয়েকে যুগোপযোগী করতে এসব ইঞ্জিন কেনা হচ্ছে। চুক্তি অনুযায়ী, ২৪ থেকে ৩৬ মাসের মধ্যে ইঞ্জিনগুলো সরবরাহ করার কথা।বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে ৯৪টি ব্রডগেজ ইঞ্জিন রয়েছে। এর মধ্যে ৫৫টির অথনৈতিক মেয়াদ (২০ বছর) শেষ হয়ে গেছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here