রাজধানীতে স্বাস্থ্যবিধি না মানায় দু’টি প্রতিষ্ঠানসহ ৯৭ ব্যক্তিকে জরিমানা

0
126
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীতে সরকার নির্দেশিত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করার অভিযোগে
আজ ২টি প্রতিষ্ঠান, দোকান ও ৯৭ জন ব্যক্তিকে মোট ৩১ হাজার ৩৫০ টাকা জরিমানা এবং ৯৯টি মামলা করে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁও, রমনা, ওয়ারী, লালবাগ, মিরপুর ও গুলশান পৃথক এলাকায় অভিযান চালায় ডিএমপি ভ্রাম্যমাণ আদালত।
ডিএমপির এক সংবাদ বিঞ্জপ্তিতে আজ এতথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, অভিযানকালে ডিএমপির তেজগাঁও বিভাগে ৩৪ জন ব্যক্তিকে ৮ হাজার ২৫০ টাকা এবং রমনা বিভাগে ২৭ জন ব্যক্তিকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।এ ছাড়া ওয়ারী বিভাগে ১১ জন ব্যক্তিকে ২ হাজার ৭০০ টাকা এবং লালবাগ বিভাগে ১৭ জন ব্যক্তিকে ২ হাজার ৬০০ টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।
সংবাদ বিঞ্জপ্তিতে আরো বলা হয়, এছাড়া অভিযানকালে রাজধানীর মিরপুর বিভাগে ৭ জন ব্যক্তিকে ২ হাজার ১০০ টাকা এবং গুলশান বিভাগে ১ জন ব্যক্তিকে ২০০ টাকা ও ২টি দোকানে ১০ হাজার টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।
এতে বলা হয়, আজ ২টি দোকান ও ৯৭ জন ব্যক্তিকে মোট ৩১ হাজার ৩৫০ টাকা জরিমানা এবং ৯৯টি মামলা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বেশ কিছু শর্তে যানবাহন ও দোকানপাট খোলার অনুমতি দিয়েছে সরকার। সরকারের নির্দেশনাসমূহ বাস্তবায়নে মাঠপ্রশাসনের সাথে কাজ করছে আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here