রুদ্র অয়ন এর কবিতা

0
307
728×90 Banner

কুরবানী

হযরত ইব্রাহিমের
অনেক চাওয়া শেষে,
ফুটফুটে শিশু দিলেন
আল্লাহ ভালোবেসে।

সন্তান পেয়ে ইব্রাহিমের
মহা খুশিভরা দিল,
মা হাজেরা আদর করেন
ডাকেন ইসমাঈল।

মরুর বুকে সেই শিশুটি
দিনের পরে দিন,
হেসেঁ খেলে কাটিয়ে দেন
শৈশবটা রঙিন।

স্বপন মাঝে ইব্রাহিম
রবের আদেশ পান,
সবচেয়ে প্রিয় জিনিসটা
দিতে হবে কুরবান।

ব্যাপারটা বুঝতে পেরে
ইসমাঈলকে নিয়ে,
গলার ‘পরে ছোরা চালান
নির্জন মাঠে গিয়ে।

মহান রব খুশি হলেন
নবীর পরীক্ষায়,
স্বর্গ হতে পাঠিয়ে দেন
তাজা দুম্বা তাই।

সেই স্মৃতি ধারণ করে
আমরা মুসলমান,
আল্লাহকে করতে খুশি
দেই প্রাণী কুরবান।

– রুদ্র অয়ন
ঢাকা, বাংলাদেশ

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here