র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত-১ : অস্ত্র গুলি ও মাদক উদ্ধার

0
185
728×90 Banner

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কেশবপুর এলাকায় র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে সোহেল রানা (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। সে পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের সোলায়মান সরদারের ছেলে। র‌্যাবের দাবি নিহত ব্যক্তি এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ৮-১০টি মামলা রয়েছে। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছে।
জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক সহকারি পুলিশ সুপার আজমল হোসেন জানান, বুধবার ভোর রাতে কেশবপুর এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছিল। এসময় র‌্যাবের টহল দল উপস্থিত হলে মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়লে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে সোহেল রানাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পাঁচবিবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল,গুলি,একটি ম্যাগজিন ও ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় দু’জন র‌্যাব সদস্যও আহত হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে। নিহতের মরদেহ জয়পুরহাট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here