লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ছয়জনসহ নিহত ৭

0
234
728×90 Banner

ডেইলি গাজীপুর ডেস্কঃ লক্ষ্মীপুরে ট্রাক সিএসজি মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ছয়জনসহ ৭জন নিহত হয়েছেন।
আজ বুধবার ভোরে সদর উপজেলার রতনপুর এলাকায় ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের বসুদুহিতা গ্রামের ছাত্রলীগ নেতা নাদিম মাহমুদ অন্তরের পিতা শাহ আলম (৫২) ও তার মা নাসিমা (৪৬), অন্তরের নানী সামছুনাহার (৬২), খালা রোকেয়া (৪০) ও তার ছেলে রুবেল (১৫), অন্তরের ভাই অমিদ (৩) এবং সিএনজি চালক নুর হোসেন সোহাগ।
নিহতদের মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান খান বাসসকে বলেন, ভোরে লক্ষ্মীপুর থেকে ছেড়ে যাওয়া একটি মালবাহী ট্রাক ঘন কুয়াশার ভেতরে চট্রগ্রাম যাবার পথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি ধুমড়ে মুছড়ে যায় এবং চালকসহ সিএনজির সব যাত্রী নিহত হন। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথ ভাবে ৭জনের লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এর আগে মধ্যরাতে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সদস্য অন্তরকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে দূর্বৃত্তরা। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অন্তরের স্বজনরা তাকে দেখতে হাসপাতালে যান। সেখান থেকে ফেরার পথে দূর্ঘটনার শিকার হয়ে তারা স্বপরিবারে নিহত হন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here