লালপুরে মাদক, জঙ্গিবাদ ও যৌন হয়রানী বন্ধে শপথ নিলেন ৩ শতাধিক মানুষ

0
178
728×90 Banner

লালপুর (নাটোর) প্রতিনিধি : লালপুর উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) সহযোগিতায় বুধবার (০৫ ফেব্রæয়ারী) বিকেলে দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান আব্দুল হান্নানের সভাপতিত্বে মাদক, জঙ্গিবাদ ও যৌন হয়রানি বিরোধী সচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাশ্ববর্তী রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাহীন রেজা ।
সভায় জাইকা প্রতিনিধি কাজী রাশেদ শিমুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক আলমগীর হোসেন, ওসি লুৎফর রহমান, লালপুর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন, লালপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনিছুর রহমান, দুড়দুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল আলম, ভেল্লাবাড়িয়া ফাজিল মাদ্রসার অধ্যাপক মওলানা আকবর হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে উপস্থিতদের মাদক, জঙ্গিবাদ ও যৌন হয়রানি বিরোধী শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here