লালপুর মাছ বাজারকে ফরমালিন মুক্ত ঘোষণা

0
239
728×90 Banner

সালাহ উদ্দিন, লালপুর ( নাটোর): নাটোরের লালপুর উপজেলার লালপুর মাছ বাজারকে ফরমালিন মুক্ত মাছ বাজার ঘোষণা করা হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মুল বানীন দ্যুতি বাজার পরিদর্শন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় এ ঘোষণা দেন।
এর আগে আকস্মিকভাবে উপজেলা মৎস্য অফিসার আবু শামার নেতৃত্বে একটি দল মাছ বাজার পরিদর্শন করেন। এ সময় সব ধরনের মাছে ফরমালিন না পেয়ে সন্তোষ প্রকাশ করেন। পরে এ উপলক্ষে বাজার এলাকায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিফতরের আয়োজনে যৌথভাবে অনুষ্ঠানিকভাবে ফরমালিন মুক্ত মাছ বাজার ঘোষণা করা হয়েছে।
ফরমালিন মুক্ত মাছ বাজার ঘোষণা করার সময় উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খন্দকার ফরিদ, মামুনুর রশিদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, লালপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here