লেবানন ফেরত ৩২ জন কোয়ারেন্টিন থেকে কারাগারে

0
94
728×90 Banner

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ লেবানন ফেরত ৩২ অভিবাসী শ্রমিক ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার পর তুরাগ থানায় ৫৪ ধারার ১টি মামলায় আদালতের নির্দেশে কারাগারে গেলেন । এর মধ্যে দুজন নারীও রয়েছেন । এর আগেও মধ্যপ্রাচ্য ও ভিয়েতনাম ফেরত ৩০২ জন অভিবাসী শ্রমিকেকে ৫৪ ধারার মামলায় আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়েছিল । ডি এম পির তুরাগ থানায় সোমবার দায়ের হওয়া মামলার বিষয় পুলিশ বলেছেন, লেবানন ফেরত অভিবাসী শ্রমিকদের ছেড়ে দিলে ডাকাতি, দস্যুতা, খুন, জঙ্গি নাশকতামূলক কর্মকাণ্ডে জড়ানোর সম্ভাবনা রয়েছে । এর আগে মধ্যপ্রাচ্য ও ভিয়েতনাম ফেরত ৩০২ জন অভিবাসী শ্রমিকের বিরুদ্ধেও তুরাগ থানা-পুলিশ ৫৪ ধারায় মামলা করেছিল । লেবানন ফেরত অভিবাসী শ্রমিকদের বিরুদ্ধেও মামলা হয়েছে একই ধারায় । এজাহারে অভিবাসী ৩২ শ্রমিকদের বিরুদ্ধে তুরাগ থানার পুলিশের উপপরিদর্শক মো. মোহাইমিনুর রহমান লিখেছেন, ৩২ বাংলাদেশি সিরিয়ার কারাগারে সাত মাস অন্তরীণ ছিলেন । গত ১১ সেপ্টেম্বর বাংলাদেশে আসার পর তাদের ডিয়াবাড়ি কোয়ারেন্টিন সেন্টারে রাখা হয় । তাঁরা বিদেশে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় সাজা পেয়েছেন এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন । ভবিষ্যতে বাংলাদেশের ভেতর তাদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়ার সম্ভাবনা আছে । কোয়ারেন্টিনে থাকার সময় তাঁরা গ্রুপ ভিত্তিকভাবে সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মসূচি পালন করাসহ বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকাণ্ড ঘটানোর জন্য গোপনে শলাপরামর্শ করত বলে গোপন সূত্রে জানা গেছে । এর আগে গত ৫ জুলাই কুয়েত, কাতার ও বাহরাইন থেকে আসা ২১৯ জনকে পুলিশি আবেদনের পরিপ্রেক্ষিতে জেলে পাঠায় আদালত। পরের দফায় গত ১ সেপ্টেম্বর ভিয়েতনাম ফেরত ৮১জনসহ মোট ৮৩ জনকে একই অভিযোগে জেলে পাঠানো হয় ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here