লোহাগড়ায় শিক্ষার্থী অপহরণের চেষ্টা, আটক ১

0
163
728×90 Banner

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়ায় স্কুল শিক্ষার্থীকে অপহরণের চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।এ ঘটনায় রাতেই বখাটে লায়েব মোল্লাকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার নলদী ইউনিয়নের বারইপাড়া গ্রামে।
এলাকাবাসী ও এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার নলদী ইউনিয়নের বারইপাড়া গ্রামের জিয়াউর রহমানের মেয়ে ও নলদী বি এস এস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। বিদ্যালয়ে যাওয়া আসার সময় পাশ্ববর্তী নোয়াপাড়া গ্রামের রাজ্জাক মোল্যার লম্পট ছেলে লায়েব মোল্যা বিভিন্ন ধরনের বাজে প্রস্তাবসহ প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতো। এ ঘটনাটি মেয়ে বাড়িতে এসে তার বাবাকে বললে তার বাবা আসামী লায়েব মোল্লার অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে বিষয়টি জানায়। আসামী পক্ষের লোকজন এ বিষয়ে মেয়ের বাবাকে বিয়ের প্রস্তাব দেন। মেয়ের বিয়ের বয়স না হাওয়াই মেয়ের বাবা তা প্রত্যাখ্যান করেন। এমত অবস্থায় গত 8 মে সন্ধ্যা ছয়টার দিকে মেয়ের বাবা বাড়ি না থাকায় লায়েব মোল্লাসহ অজ্ঞত আসমীরা সুরি, রড, লাঠি নিয়ে মেয়ের বাড়ি থেকে জোরপূর্বক মেয়েকে তুলে নিয়ে আসে। মেয়ের মা বাধা দিলে মেয়ের মাকে এলোপাতাড়ি মারধর এবং তার কাপড় ধরে টানাটানি অশ্লীলতাহানী করা হয়। এ সময় মেয়ের কাকা তালিম মোল্যাও আহত হন। মেয়ে ও তার মার চিৎকারে আশপাশের লোকজন কাছে আসার আগেই আসামীরা পালিয়ে যায়।
এ ঘটনায় মেয়ের বাবা জিয়াউর রহমান বাদী হয়ে লোহাগড়া থানায় গত রোববার আসামী লায়েব মোল্যা, আনিচুর মোল্যার নাম উল্লেখসহ অজ্ঞত ৭-৮ জনের নামে একটি অপহরণ চেষ্টা মামলা দায়ের করেন।
এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, মামলা দায়ের করা হয়েছে। মামলার অন্য আসামীদের আটকের চেষ্টা চলছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here