শান্তিনগর থেকে ঝিলমিল পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ হবে : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী

0
294
728×90 Banner

ডেইলি গাজীপুর ডেস্কঃ  গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, রাজধানীর শান্তিনগর থেকে মাওয়া রোডের ঝিলমিল পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ হবে।
রবিবার সংসদে সরকারি দলের সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক রাজধানীর শান্তিনগর থেকে মাওয়া রোড (ঝিলমিল) পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে। প্রস্তাবিত ফ্লাইওভারটি বর্তমান সরকারের পিপিপি পদ্ধতিতে নির্মাণের পরিকল্পনা রয়েছে। সরকারি অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটিতে এটি নীতিগত অনুমোদন পেয়েছে।
তিনি জানান, এই প্রকল্পের অনুকূলে ৫৩৪ কোটি ৭২ লাখ টাকার ভায়াবিলিটি গ্যাপ ফিন্যান্সিং প্রস্তাব অর্থ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য ছয়টি প্রতিষ্ঠানের দাখিলকৃত কোটেশনসমূহ যাচাই-বাছাই পূর্বক তিনটি প্রতিষ্ঠানকে সর্ট লিস্টেড হিসেবে সুপারিশ করা হয়।
শ ম রেজাউল করিম বলেন, শিগগিরই সর্ট লিস্টেড প্রতিষ্ঠান বরাবর আরএফপি জারি করা হবে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য চলতি বছরের জানুয়ারি থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদ নির্ধারণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here