শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ পেলেন ১৬০ বিসিক কর্মকর্তা

0
125
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: রাজধানীতে বিসিক কর্মকর্তাদের ৬ দিনব্যাপী এক ‘শিল্প উদ্যোক্তা উন্নয়ন – প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ’ বিষয়ক এক কর্মশালা শেষ হয়েছে। এটি যৌথভাবে আয়োজন করে বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প। বৃহস্পতিবার বিকেলে উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটি মিলনায়তনে এ কর্মশালার সমাপনী এবং সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ছয় ব্যাচের এ প্রশিক্ষণ কর্মশালার শেষ ব্যাচে বিসিকের ৩২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। এর আগে আরো ৫টি ব্যাচে ১শ ৩০ জন কর্মকর্তাকে এ প্রশিক্ষণ প্রদান করে প্রিজম প্রকল্প।
বিসিকের প্রধান, জেলা ও আঞ্চলিক কার্যালয়ের প্রশিক্ষক ও কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে উদ্যোক্তা উন্নয়ন এবং ব্যবসা প্রসারের আন্তর্জাতিক মডিউলে এ আবাসিক প্রশিক্ষণ দেয়া হয়। যাতে তারা বিসিকের শিল্প সহায়ক কেন্দ্র ও কার্যালয়গুলোতে ক্ষুদ্র উদ্যোক্তাদের চাহিদা পূরণ ও প্রশিক্ষণ প্রদান করতে পারেন।
প্রিজম প্রকল্পের দুজন সিনিয়র এক্সপার্ট আবদুল ওয়াদুদ ও কোহিনূর ইয়াসমিন এ প্রশিক্ষণ পরিচালনা করেন।
সনদ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিক, স্কিটি ও প্রিজম প্রকল্পের কর্মকর্তারা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here