শেখ হাসিনার গাড়িবহরে গুলি চালিয়ে ২৪ জনকে হত্যা: ৫ জনের ফাঁসি

0
224
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : স্বৈরাচার এরশাদ সরকারের আমলে চট্টগ্রামের লালদীঘি মাঠে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জনসভার আগে গুলি চালিয়ে ২৪ জনকে হত্যা মামলার রায়ে পাঁচজনকে ফাঁসি দেয়া হয়েছে।
সোমবার বিকেল ৩টার কিছু পরে চট্টগ্রাম জেলা দায়রা জজ ইসমাইল হোসেনের আদালত এ রায় ঘোষণা করেছেন।
এই ঘটনার ৩২ বছর পূর্ণ হওয়ার চারদিন আগেই এই রায় হলো।
মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- মমতাজ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, প্রদীপ বড়ুয়া, গোপাল চন্দ্র (জেসি) মণ্ডল ও আব্দুল্লাহ। এরা প্রত্যেকেই পুলিশের সাবেক সদস্য এবং একমাত্র গোপাল চন্দ্র পলাতক, বাকিরা কারাগারে আছেন।
১৯৮৮ সালের ২৪ জানুয়ারি নগরীর লালদীঘি ময়দানে সমাবেশে যাওয়ার পথে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গাড়িবহরে পুলিশ এলোপাতাড়ি গুলি চালালে ২৪ জন মারা যান। আহত হন দু’শতাধিক মানুষ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here