সিলেটে গণপিটুনিতে ডাকাত নিহত

0
87
728×90 Banner

সিলেট প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণে গণপিটুনেতে এক ডাকাত নিহত হয়েছে। এসময় ডাকাতদের এলোপাথাড়ি গুলিতে আহত হয়েছেন স্থানীয় ৫ ব্যক্তি। এসময় এলাকাবাসীর ধাওয়ায় অন্যান্যরা ডাকাতরা পালিয়ে যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ রবিবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল মিশ্রপাড়া গ্রামের জ্ঞান সেনের বাড়িতে ডাকাতি শেষে ৫/৬জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল পশ্চিম দত্তরাইল জামে মসজিদে আশ্রয় নেয়। উক্ত মসজিদের ইমাম বিষয়টি স্থানীয় মহল্লাবাসীকে অবগত করলে স্থানীয়রা এগিয়ে এসে ডাকাতদলকে ঘিরে ফেলে। এসময় ডাকাতরা এলোপাথাড়ি গুলি ছুড়ে বাকিরা পালিয়ে গেলেও একজন গণপিঠুনির শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
এসময় স্থানীয়দের মধ্যে আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতরা হলেন পশ্চিম দত্তরাইল গ্রামের মৃত সাহাবুদ্দিনের পুত্র দেলোয়ার হোসেন(২২), মানোয়ার হোসেন(২৪), একই এলাকার আতিব আলীর পুত্র সাইদুল ইসলাম(৪০), বকু মিয়ার পুত্র আরমান আহমদ (৩০), মনন আহমদের পুত্র দুলাল আহমদ (২৭)।
এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরী, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরী বলেন, এ ঘটনায় গণপিটুনিতে একজন নিহত হয়েছে। ডাকাতির কাজে ব্যবহৃত অস্র ও মালামাল উদ্ধার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here