সিলেট ডিজিটাল সিটি’ বাস্তবায়নে চুক্তি সই

0
115
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : দেশের প্রথম ডিজিটাল সিটি হবে সিলেট। ‘সিলেট ডিজিটাল সিটি’র অংশ হিসেবে এই প্রকল্পের আওতায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রমকে অটোমেশন করা হচ্ছে।
সংশোধিত ডিপিপির মাধ্যমে এই প্রকল্পের মেয়াদ ২০২২ সালের জুন পর্যন্ত। আইসিটি বিভাগের তত্ত্বাবধানে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)।
বিসিসির উন্নয়ন প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে প্রকল্প কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে ইজেনারেশন লি. এবং মার্স সল্যুশনস্ লি. এর চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিসির সিএ অপারেশন অ্যান্ড সিকিউরিটির পরিচালক তারেক এম বরকতউল্লাহ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (পরিকল্পনা ও উন্নয়ন) অতিরিক্ত সচিব বিকর্ণ কুমার ঘোষ, ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের পরিচালক মোহাম্মদ মহিদুর রহমান খান, মার্স সল্যুশনস লি. এর ব্যবস্থাপনা পরিচালক এম ই চৌধুরী শামীম, পরিচালক ইমরান আব্দুলাহ প্রমুখ। অনুষ্ঠানে উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here