সেই নৌ চ্যানেলটির নাম পরিবর্তন, রাখা হয়েছে ‘বঙ্গবন্ধু ক্যানেল’

0
431
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : আন্তর্জাতিক নৌ-প্রটোকল রুট ‘মোংলা-ঘষিয়াখালী নৌ চ্যানেল’র নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু মোংলা-ঘষিয়াখালী (বিএমজি) ক্যানেল’ রাখা হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপসহকারী প্রকৌশলী (ড্রেজিং) মো. আনিছুজ্জামান রকি এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এ বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আমিনুর রহমান স্বাক্ষরিত এক পত্রে সিদ্ধান্তটি জানানো হয়। গত ৯ জানুয়ারি নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত হয়।’
ওই পত্রের বরাত দিয়ে প্রকৌশলী আনিছুজ্জামান আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন দেশের নদী পথের গুরুত্ব বিবেচনায় মোংলা-ঘষিয়াখালী চ্যানেলটি খনন করেছিলেন। নাব্যতা সংকটের কারণে চ্যানেলটি ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত বন্ধ থাকে। পরে মোংলা বন্দরকে সচল রাখার স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চ্যানেলটির নাব্যতা রক্ষায় ২০১৫ সালের ৩ অক্টোবর ক্যাপিটাল ড্রেজিং দিয়ে খনন শুরু হয়। পরে ২০১৬ সালের ২৭ অক্টোবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নৌযান চলাচলে চ্যানেলটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।’
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তার স্মৃতিবিজড়িত মোংলা-ঘষিয়াখালী চ্যানেলকে ‘বঙ্গবন্ধু মোংলা-ঘষিয়াখালী (বিএমজি) ক্যানেল’ নামে রূপান্তরিত করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here