হারুন খানের নেতৃত্বে এগিয়ে চলছে মুলাদী উপজেলা জাতীয় পার্টি

0
193
728×90 Banner

এস এম. জহিরুল ইসলাম: জাতীয় পার্টি বর্তমানে জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করছে। এর আগেও একই দায়িত্ব পালনের সাথে সাথে মন্ত্রী পরিষদেও ছিল জাতীয় পার্টি। কিন্তু সাংগঠনিকভাবে যেমন ঘুরে দাড়াতে পারেনি জাতীয় পার্টি। সারাদেশের ন্যায় বরিশাল জেলার মুলাদীতেও সাংগঠনিকভাবে তেমন শক্তিশালী ছিল না জাতীয় পার্টি। ইতিপূর্বে বর্তমানসহ আরও ২বার জাতীয় পার্টির সংসদ সদস্য ছিল বরিশাল-৩ আসনে। বিগত দিনে সাংগঠনিকভাবে এসব এলাকায় দুর্বল ছিল জাতীয় পার্টি। বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব গোলাম কিবরীয়া টিপু গত জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হওয়ার পর তিনি তার নির্বাচনী এলাকায় সাংগঠনিক কার্যক্রম নতুনভাবে ঠেলে সাজানোর চেষ্টা করেন। আলহাজ্ব গোলাম কিবরীয়া টিপু জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল বিভাগের সাংগঠনিক দায়িত্বে। তার নেতৃত্বে বরিশালে এখন জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থা অনেক ভাল। বরিশালের অন্যান্য এলাকার ন্যায় মুলাদীতে জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থান এখন অনেক শক্তিশালী। মুলাদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা হরুন অর রশীদ খান মুলাদী উপজেলা জাতীয় পার্টির সভাপতির দায়িত্ব পাওয়ার পর থেকে জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। মুলাদী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর আরিফুল ইসলাম সরদারকে সাথে নিয়ে হারুন-অর-রশীদ খান মুলাদী উপজেলার প্রতিটি ওয়ার্ড, ইউনিয়নে জাতীয় পার্টিকে সংগঠিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে হারুন খানের নেতৃত্বে মুলাদী উপজেলার বিশিষ্ট কয়েকজন ব্যক্তি বিভিন্ন দল থেকে জাতীয় পার্টিতে যোগদান করেছেন। প্রতিদিনই মুলাদীর তৃণমূল এলাকার ওয়ার্ড ও ইউনিট পর্যায় পর্যন্ত জাতীয় পার্টিতে যোগদান করছেন সাধারণ রাজনৈতিক সচেতন মানুষ। মুলাদীবাসী মনে করে হারুন-অর-রশীদ খান ও আরিফুল ইসলামের নেতৃত্বে জাতীয় পার্টি আগামী দিনে মুলাদীর রাজনৈতিক অঙ্গণে প্রথম সারীতে অবস্থান করবে। এ প্রসঙ্গে মুলাদী উপজেলা জাতীয় পার্টির সভাপতি হারুন অর-রশীদ খান বলেন, সেই রাজনৈতিক জীবনের প্রথম থেকেই তিনি প্রয়াত এরশাদের রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয় পার্টির সাথে যুক্ত ছিলেন। সেই আদর্শকে ধারণ করে জাতীয় পার্টির হাতকে শক্তিশালী করতে তিনি অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন, তার পরিবারের সকল সদস্য দেশের বাহিরে বসবাস করে এবং সবাই প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও চাকুরীজীবি। কিন্তু হারুন খান বিলাসী জীবন যাপন বাদ দিয়ে মুলাদী উপজেলা জাতীয় পার্টি সু-সংগঠিত করতে সেই কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করে যাচ্ছেন। মুলাদী উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ হারুন-অর-রশিদ খান জানান, প্রয়াত এরশাদের আদর্শ বাস্তবায়ন ও জাতীয় পার্টির হাতকে শক্তিশালী করতে তিনি মুলাদী জাতীয় পার্টির প্রতিটি অঙ্গ ও ভ্রাতৃপ্রতীম সংগঠনকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি এলাকার উন্নয়ন সমন্বয় করতে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম কিবরীয়া টিপুকে সার্বিকভাবে সহযোগীতা করে যাচ্ছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here