হিরো আলম একটা “বিষ পিঁপড়া”

0
90
728×90 Banner

সোনিয়া দেওয়ান প্রীতি: আশরাফুল আলম (হিরো আলম) কোনোভাবেই সহজ সরল না। অন্তত ঘরে স্ত্রী সন্তান রেখে বাইরে মিডিয়ায় কাজের নামে একের পর এক নারীর সাথে সম্পর্ক তৈরি করা পুরুষটিকে কোনোভাবেই সরল বলা চলে না। ও হচ্ছে সেই বিষ পিঁপড়া, যে বিষ পিঁপড়া যাকে পারে তাকেও কামড় দেয়, যাকে পারেনা তাকেও একটা কামড় মারে। কেউ এই কামড়ে মরুক বা না মরুক, কামড় দেয়াতেই এই বিষ পিঁপড়ার আনন্দ। আর এমন না যে সে মিডিয়ায় খুব যোগ্য এবং আলোচিত ব্যক্তি। সে মিডিয়ার জন্য একজন ভয়ঙ্কর অযোগ্য এবং সমালোচিত ব্যক্তি। সমালোচনা দিয়েই যার উত্থান। আমার মতে- এই মাইরটা ওরে সমালোচিত হওয়ার শুরুতেই দেয়া দরকার ছিল। তাহলে ওর এত বার বাড়ত না। ’দেখতে অসুন্দর, দারিদ্রতার একেবারে নিম্নস্তর থেকে উঠে এসে আজ সে হিরো’…. ইমোশনাল হয়ে এসব কথা বলে বলে এবং অন্যদেরকেও ইমোশনাল করে আর কত একটা অযোগ্য লোককে উড়তে দিব আমরা? একটা পক্ষকে পছন্দ না হলেই, তার বিপক্ষে দাঁড়ানো এই অযোগ্য লোকটাকে আর কত জায়গায় আমরা উস্কে দিব? সেদিন দেখলাম ‘ও প্রিয়তমা’ গানটাকেও ওর হেরে গলায় গেয়ে রীতিমত মানসিক নির্যাতন করে যাচ্ছে এ ইতর প্রাণীটা। কারণ, ফেসবুক থেকে শুরু করে সামাজিক যোগাযোগের সকল মাধ্যমে স্ক্রল করতে গেলেই ওর সেই হেরে গলার গান সামনে চলে আসে। সাধারন মানুষকে জঘন্যতরো নির্যাতন সহ্য করে যেতে হচ্ছে এই ইতর প্রাণীর জন্য। এইসব ইতর প্রাণীর জন্য এই ধরনের গণধোলাই উচিত শিক্ষা। সোনিয়া দেওয়ান প্রীতি: লেখক ,সাংবাদিক ও মানবাধিকার কর্মী

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here