১২ সেপ্টেম্বর ৫ বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

0
139
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : ৭৯৮ মেগাওয়াট ক্ষমতার পাঁচটি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১২ সেপ্টেম্বর বিদ্যুৎকেন্দ্রগুলো গণভবন থেকে তিনি ভার্চুয়ালি উদ্বোধন করবেন। বিদ্যুৎ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
পাঁচটি কেন্দ্রের মধ্যে তিনটি সরকারি, দুটি বেসরকারি। দুটি গ্যাসচালিত আর তিনটি ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। সরকারিগুলোর মধ্যে রয়েছে হবিগঞ্জে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিবিয়ানা-৩ বিদ্যুৎকেন্দ্র। ৪০০ মেগাওয়াটের কেন্দ্রটি গ্যাসচালিত। সিলেটে পিডিবির ৮৯ মেগাওয়াটের আরেকটি গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির বাগেরহাটে ১০৫ মেগাওয়াটের মধুমতি বিদ্যুৎকেন্দ্রও রয়েছে উদ্বোধনের তালিকায়। এটি ফার্নেস অয়েলচালিত। বেসরকারি কেন্দ্র দুটির মধ্যে রয়েছে নারায়ণগঞ্জের মেঘনাঘাটের ওরিয়নের একটি বিদ্যুৎকেন্দ্র। ১০৫ মেগাওয়াটের কেন্দ্রটি ফার্নেস অয়েলে চলে।
এ ছাড়া চট্টগ্রামে অ্যাকর্ন ইনফ্রাস্ট্রাকচারের জুলদা ১০০ মেগাওয়াট কেন্দ্র উদ্বোধন করবেন শেখ হাসিনা। এটিও ফার্নেস অয়েলচালিত।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here