১৯৭১ সাত ভাইয়ের স্বাধীনতা সংগ্রাম

0
101
728×90 Banner

নাসির আহমেদ: মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের জন্য একটি পরিবারের সাত ভাইয়ের ছয়জনই সীমান্ত পেরিয়ে ভারতে গিয়েছিলেন প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণের জন্য। বাবা-মায়ের উৎসাহে-অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে তাদের আশীর্বাদ নিয়ে সন্তানেরা যুদ্ধে যোগ দিয়েছিলেন। বড় ভাইয়ের স্ত্রী সেসময় ছিলেন গর্ভবতী। সে অবস্থাও তিনি স্বামীকে যুদ্ধে যেতে উৎসাহিত করেছিলেন। এ নিয়ে কোনো আপত্তি উত্থাপন আবশ্যক মনে করেননি। পরিবারের দেশপ্রেমিক পিতা শুধু নিজ সন্তান ও স্বজনদেরই যুদ্ধে প্রেরণ করেননি। এলাকার ছেলেদেরও প্রশিক্ষণ গ্রহণের জন্য ভারতে পাঠাবার ব্যবস্থা করেন। যুগিয়েছে আর্থিক সহযোগিতাসহ প্রয়োজনীয় সহায়তা। এছাড়া এলাকার নিঃস্বজনদের করেছেন সাধ্যমত সহায়তা। এক পরিবারের সাত সন্তানের সকলেই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ; বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে এক বিরল উদাহরণ। সাত সন্তানের মা তার প্রতিটি সন্তানকে যুদ্ধে যাওয়ার সময় কপালে চুমু দিয়ে আশীর্বাদ করে বিদায় দিয়েছেন। বড় ভাই ফরিদ আহমেদ ভারতে যাওয়ার পর অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের লিয়াজো অফিসার হিসেবে নিয়োগ পান। এই দায়িত্ব যুদ্ধের শেষ পর্যন্ত ছিলেন। বড় ভাই ও অস্থায়ী সরকারের কার্যক্রম নিয়ে লেখক সুন্দর ভাবে বর্ণনা করেছেন। বড় ভাই ভারতে যাওয়ার পূর্বে গ্রামের বাড়িতে সীমিত অস্ত্র নিয়ে দল গঠন করেছিলেন। আরেক ভাই সেলিম আহমেদ ঢাকা মেডিকেল কলেজের ছাত্র ছিলেন। তিনি ভারতের দেরাদুন তান্দুয়া ক্যাম্পে বিএলএফ যুদ্ধ (বাংলাদেশ লিবারেশন ফোর্স) এর ট্রেনিং নিচ্ছিলেন। ট্রেনিং শেষ করে দেশে যেয়ে যুদ্ধ করবেন। কিন্তু খুব ভালো রেজাল্ট করায় ভারতীয় সেনাবাহিনী তাকে বিএলএফ এর প্রশিক্ষকের দায়িত্বে নিয়োজিত করেন এবং যুদ্ধের শেষ পর্যন্ত যোগ্যতার সাথে এই দায়িত্ব পালন করেন। এই দেরাদূন বিএলএফ ক্যাম্পের যোদ্ধাদের ট্রেনিং সহ বিস্তারিত বর্ণনা তুলে ধরেছেন লেখক।
অপর চার ভাই প্রশিক্ষণ শেষে যুক্ত হন সরাসরি যুদ্ধে। এই চার ভাইয়ের দুই ভাই ছিলেন যুদ্ধকালীন কমান্ডার। এদের এক ভাই পাকিস্তানের সিন্ধু প্রদেশে এয়ারফোর্সে কর্মরত ছিলেন। সেখান থেকে পালিয়ে পাকিস্তান খোকড়াপাড় বর্ডারে বন্দী হন। অমানুষিক টর্চার হয় তার ওপর। এরপর সংক্ষিপ্ত সামরিক আদালতে দুই বছর জেল দেওয়া হয়। হায়দারাবাদ জেলে থাকা অবস্থায় ১৪ আগষ্ট পাকিস্তান স্বাধীনতা দিবস উপলক্ষে সাধারণ ক্ষমা পান। দ্বিতীয় বার আবার পালিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। এরমধ্যে বাবা-মায়ের কাছে খবর আসে মেজো ভাই মারা গেছেন। বাড়িতে থাকতেন বাবা-মা ছোট ভাই ও বোন। একদিন সবার ছোট ভাই এই গ্রন্থের লেখক নাসির আহমেদ ১৩ বছরের কিশোর ৮ম শ্রেণির ছাত্র। সে জানতে পারে মেজো ভাই মারা যায়নি। সে বিশাল মুক্তি বাহিনীর দল নিয়ে ভাটিয়াপাড়া পাকসেনাদের ক্যাম্পে আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তখন এই ছোট ভাই মা-বাবাকে বলে যায় মেজো ভাইয়ের সংবাদ পেয়েছি সে বেঁচে আছেন। আমি এখনই যেয়ে নিয়ে আসছি। ভাইকে খুঁজতে যেয়ে নিজেই যুদ্ধে জড়িয়ে পরেন। ভাইয়ের কাছ থেকে অতিরিক্ত অস্ত্র নিয়ে সংক্ষিপ্ত ট্রেনিং নিয়ে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। ভাটিয়াপাড়া ঘাটে পাক ক্যাম্পে আক্রমণ করতে যেয়ে পাকিস্তান নৌ ও বিমান আক্রমণের শিকার হন। ভয়ানক তিনদিন যুদ্ধের পর ভাটিয়াপাড়া মুক্ত হয়। ভাটিয়াপাড়া ঘাট ছিল দক্ষিণাঞ্চলের এক গুরুত্বপূর্ণ নৌবন্দর। এই যুদ্ধে মেজো ভাই মহসিন উদ্দিন বতুর তিন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। ৪৩ জনের মতো পাক সেনা নিহত ও একজন আত্মসমর্পণ করে। এরপর যশোরের লোহাগড়া থানা মুক্ত করেন। ভাটিয়াপাড়া, লোহাগড়া ও বুনোগাথিসহ বিভিন্ন যুদ্ধের বিস্তারিত বর্ণনা তুলে এনেছেন। আরও তুলে ধরা হয়েছে ফরিদপুরে পাক সেনাদের আত্মসমর্পণের ঘটনা যা মেজো ভাই মহসিন উদ্দিন বতুর একটা বড় ভূমিকা ছিল। যা এ গ্রন্থে বিস্তারিতভাবে তুলে এনেছেন। এরপর যুদ্ধের শেষে রাজবাড়ী মিলিশিয়া ক্যাম্পের দায়িত্ব পান মেজো ভাই এবং সফলভাবে মুক্তিযোদ্ধাদের অস্ত্র জমা নেন। আরও দুই ভাই (চতুর্থ ও ৬ষ্ঠ) ও চাচাতো ভাই ভারতের দেরাদূনে বিএলএফ তুলে শেষ করেন। উল্লেখ্য, এই দেরাদুনেই তাদের ৫ম ভাই সেলিম আহমদ বিস্ফোরক প্রশিক্ষক। চতুর্থ ভাই সিরাজ আহমেদ কমান্ডারের দায়িত্ব পান। দলকে নিয়ে রাজবাড়ী আসার পথে পাকশী পদ্মা নদীতে পাকসেনাদের সাথে এক ভয়াবহ যুদ্ধের সম্মুখীন হন। এরপর রাজবাড়ী জেলার বাগমারা গ্রামে ঘুমন্ত অবস্থায় পাকসেনা ও রাজাকারদের এক ভয়ানক আক্রমণের শিকার হন। এসব যুদ্ধের বিস্তারিত বর্ণনা এই গ্রন্থটিতে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সবশেষে রাজবাড়ী বিহারিদের সাথে ভয়ানক যুদ্ধের ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে। রাজবাড়ী বিহারিরা সংখ্যায় ১৫ হাজারের বেশি ছিল। প্রায় দুই বর্গমাইল জায়গা জুড়ে তারা একটা মিনি সেনানিবাস গড়ে তুলেছিল। এই যুদ্ধে তাদের সেজো ভাই যোগ দেন তিন ভাই ও চাচাতো ভাইসহ রাজবাড়ীর অসংখ্য মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে ১৪ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত যুদ্ধ করে রাজবাড়ীকে মুক্ত করেন। উল্লেখ্য, বাংলাদেশের সব জেলা ১৬ ডিসেম্বর মুক্ত হলেও রাজবাড়ী মুক্ত হয় ১৮ ডিসেম্বর। রাজবাড়ী মুক্ত হওয়ার পর সব ভাইরা একসঙ্গে হওয়ার পর যে দৃশ্যের সৃষ্টি হয়। স্থানীয় সাংবাদিক সাত ভাই, দুই কাজিনকে নিয়ে অস্ত্র হাতে একটি ঐতিহাসিক ছবি তুলেছিলেন যা বইটিতে ছাপা হয়েছে। ওই ছবিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংরক্ষণ করেছেন দুই ভাইয়ের কাছ থেকে। সেই ছবিও এই গ্রন্থে ছাপা হয়েছে। যুদ্ধ জীবনের বাস্তব ঘটনাবলীকে উপজীব্য করে লেখা হয়েছে এ গ্রন্থটি। তুলে ধরা হয়েছে মহান স্বাধীনতা যুদ্ধের নানারৈখিক অনুষঙ্গ। আশা করি আগ্রহী পাঠক মহলে মুক্তিযুদ্ধ বিষয়ক এ মৌলিক গ্রন্থটি সমাদৃত হবে।

ক্যাপ: সর্ববাম দিক থেকে ১। আহমেদ নিজাম মন্টু (ষষ্ঠ ভাই) ২। ফারুক উজ্জামান রতন ( চাচাতো ভাই) ৩। সেলিম আহমদ ( পঞ্চম ভাই) ৪। মহসিন উদ্দিন বতু ( ২য় ভাই) ৫। ফরিদ আহমেদ ( বড় ভাই) ৬। কবির আহমেদ (৩য় ভাই) ৭। সিরাজ আহমেদ (৪র্থ ভাই) ৮। আব্দুল মান্নান ( মামাতো ভাই) ৯। নাসির আহমেদ (নিচে বসা সর্ব কনিষ্ঠ ভাই, এই গ্রন্থের লেখক। রাজবাড়ী মুক্ত হওয়ার দুদিন পর স্থানীয় সাংবাদিক ছবিটি তোলেন। এছাড়াও দুই মামা, এক চাচা, ১৫ জন কাজিন, দূর সম্পর্কের বিপুলসংখ্যক স্বজন ও গ্রামবাসীসহ সাত ভাই এ যুদ্ধে শরিক হন।

গ্রন্থটির অনুলিখন – নাসির আহমেদ (সাত ভাইয়ের ছোট ভাই)
সম্পদনায় – মানিক মোহাম্মদ রাজ্জাক (অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব)
প্রকাশনা – শ্রাবণ প্রকাশনী

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here