২০১৯ সালের এসএসসি পরীক্ষায় টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজে ২২জন বৃত্তি পেয়েছে

0
235
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীর ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় ২২জন বৃত্তি পেয়েছে এবং ১৭জন ট্যালেন্টপুল ও ৫জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
জানা যায়, ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে শতভাগ পাশসহ ১৬০জন এ+ পেয়েছে। বিদ্যালয়টি ভাল ফলাফল করায় গাজীপুর-২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, টঙ্গী থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক ও অধ্যক্ষ মো: আলাউদ্দিন মিয়া ভালো ফলাফল অর্জন করায় ছাত্রছাত্রীদেরকে অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, বিদ্যালয়টি দীর্ঘদিন অবহেলিত থাকলেও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল এমপির সু-নজরে বিদ্যালয়টির অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন, শিক্ষক নিয়োগে অগ্রণী ভূমিকা রাখায় বিদ্যালয়টি দিন দিন উন্নয়নের ধারায় অতিবাহিত হচ্ছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here