২০২০ সালের বিশ্ব ইজতেমা ১০ জানুয়ারি

0
789
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: আগামী ২০২০ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা হয়েছে। এবারের মতো আগামী ইজমতেমাও দুই পর্বে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
শনিবার (১৬ ফেব্রুয়ারি) কাকরাইল মারকাজ পরিচালিত মাওলানা জোবায়ের অনুসারীদের আখেরি মোনাজাতের পর আগামী ২০২০ সালের ২ পর্বের ইজতেমার তারিখ মাইকে ঘোষণা করা হয়।
তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, আগামী বছরের ইজতেমার প্রথম ধাপের তারিখ নির্ধারণ করা হয়েছে ১০, ১১ ও ১২ জানুয়ারি এবং দ্বিতীয় ধাপের তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি।
১৯৬৭ সাল থেকে টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে। তবে মানুষের যানজট দুর্ভোগ কাটাতে ২০১১ সাল থেকে বিশ্ব ইজতেমা দুই পর্বে ভাগ করে আয়োজন করা হয়।
তাবলিগ জামায়াতের চলমান বিবাদের কারণে এবারের ইজতেমা আয়োজন বিলম্বিত হয়েছে। ইতিমধ্যে আজ (১৬ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে মাওলানা জুবায়ের অনুসারীদের ইজতেমা।
আজ মধ্যরাত থেকে শুরু হবে সাদপন্থীদের দ্বিতীয় পক্ষের ইজতেমা। আগামী ১৮ ফেব্রুয়ারি সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here