নাটক: জোভান ও সাফার ‘লেদারের জ্যাকেট’

0
359
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: তরুণ অভিনয়শিল্পী ফারহান আহমেদ জোভান ও সাফা কবির জুটি বেঁধে অভিনয় করেছেন বেশ কিছু নাটকে। জনপ্র্রিয়তাও পেয়েছেন। এবার তারা জুটি বেঁধে অভিনয় করলেন ‘লেদারের জ্যাকেট’ শিরোনামের নাটকে। দয়াল সাহার রচনায় নাটকটি পরিচালনা করেছেন তরুণ নাট্য নির্মাতা ফজলুল সেলিম।
গল্পে দেখা যাবে, গ্রামের সহজ-সরল একটা ছেলে ঢাকা শহরের পড়াশোনা করতে এসে অনেক সংগ্রাম করে চলতে হয়। প্রতি মাসে ছেলেটা তিনটা টিউশনি করে ১৫ হাজার টাকা পায়। সে টাকা দিয়ে নিজে চলে ও পড়াশোনার খরচ চালান। প্রতি মাসে গ্রামের বাড়িতে মাকেও টাকা পাঠায়। একটা সময় ছেলেটা একটা মেয়ে প্রেমে পড়ে। এভাবেই নাটকের গল্প এগিয়ে যাবে।


নাটকটি যে কোন সময় এনটিভিতে প্রচারিত হবে বলে জানান নির্মাতা।
অভিনয়ে থাকছে ফারহান আহমেদ জোবান, সাফা কবির, দিলু মজুমদার, সোহানী ইশরাত, ইমতিয়াজ তানজিম সহ অনেকে ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here