
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের কাপাসিয়ায় বিএনপি নেতা-কর্মীদের নামে দায়ের করা গায়েবী মামলায় উপজেলা যুবদল, ছাত্রদল সভাপতিসহ ২১ নেতা-কর্মী গতকাল রোববার গাজীপুর আদালতে একটি মামলায় হাজির দিতে গেলে আদালত তাদের জামিন বাতিল করে জেল হাজতে পাঠিয়েছেন।
আটককৃতরা হলো উপজেলা যুবদল সভাপাতি হোসেন সারোয়ার, সাধারণ সম্পাদক ফরিদুল আলম বুলু, যুবদল নেতা সোহাগ বেপারী, বদরুজ্জামান বেপারী, উপজেলা ছাত্রদল সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন লিয়ন, জেলা স্বেচ্ছাসেবক যুগ্ম-সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন অলক, ফরিদ শেখ, কড়িহাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা, হারুনুর রশীদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক টিপু, উপজেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক শাকি, জাহাঙ্গীরসহ ২১ নেতা-কর্মী। উল্লেখ ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে দেশব্যাপী মানববন্ধনের অংশ হিসাবে গাজীপুরে দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচির আয়োজন করা হয়। ওই দিন মানববন্ধন থেকে ব্রিগেডিয়ার হান্নান শাহ্ পুত্র বিএনপি নেতা শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ ও কমিশনার হান্নান মিয়া হান্নুকে গ্রেফতার করা হয়। পরদিন ভোরে কাপাসিয়া উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের চালা বাজার সংলগ্ন ব্রিজের পাশে তিন রাস্তার মোড়ে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটনায় দাবী করে থানা পুলিশ বাদী হয়ে ৩২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৩০/৪০ জনকে আসামি করে বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩ ধারায় নাশকতার মামলা দায়ের করে। সম্প্রতি পুলিশ এ মামলায় নামীয় ও অজ্ঞাতনামা সকলের নামে আদালতে অভিযোগ পত্র দাখিল করে। আটককৃতরা সবাই এ মামলার অজ্ঞাতনামীয় আসামী। এজাহারনামীয় আসামিরা ইতঃপূর্বে হাইকোর্ট এবং জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিনে আছে।
