

মোঃ নুরুজ্জামান শেখ: সাবেক টঙ্গী পৌরসভার কার্যালয় ভবন বর্তমানে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী অঞ্চলের কার্যালয় হিসাবে ব্যবহৃত হচ্ছিলো। বিল্ডিং টি পুরাতন হওয়ায় বহুতল ভবন নির্মাণের জন্য বর্তমান ভবনটি ভেঙে ফেলা হবে খুব শীঘ্রই।
তারই ধারাবাহিকতায় টঙ্গী শিল্পাঞ্চল হিমারদিঘী মেঘনা টেক্সটাইল রোড সিটি কর্পোরেশনের নিজস্ব সম্পত্তিতে গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গী অঞ্চলের অস্থায়ী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি, সংরক্ষিত সংসদ সদস্য শামসুন্নাহার ভূঁইয়া এমপি, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতি,গাজীপুর সিটি কর্পোরেশন ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম নুরু গাজীপুর সিটি কর্পোরেশন ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল হোসেন, গাজীপুর সিটি কর্পোরেশন ৫০নং ওয়ার্ড কাউন্সীলর মোঃ আবু বক্কর, টঙ্গী থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফজলুল হক প্রমুখ।
