

ডেইলি গাজীপুর প্রতিবেদক :গাজীপুরের টঙ্গী রেল ব্রিজের ওপর মালবাহী ট্রেনের একটি বগির ৬টি চাকা লাইনচ্যুতের পাঁচ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুর দুইটায় চট্টগ্রামগামী মালবাহী ট্রেনটির পেছনের একটি বগির ৬টি চাকা লাইনচ্যুত হয়। এতে আপলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম, ময়মনসিংহ ও উত্তর-পশ্চিমাঞ্চলমুখী রেল সংযোগ বন্ধ হলে গেলেও চলাচল স্বাভাবিক থাকে বিকল্প লাইনে। পরে সন্ধ্যা ৭টার দিকে উদ্ধারকারী রিলিফ ট্রেন লাইনচ্যুত বগিটি সরিয়ে নিলে আপলাইনেও ট্রেন চলাচল শুরু হয়।
টঙ্গী রেলওয়ে স্টেশন মাস্টার রাকিবুর রহমান জানান, দুপুর দুইটার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন তুরাগ নদীর ওপর টঙ্গী রেল ব্রিজ পার হওয়ার সময় পেছনের দিকের একটি বগির ৬টি চাকা লাইনচ্যুত হয়। সামনে থাকা ইঞ্জিন ও বগিগুলো টঙ্গী স্টেশনে নিয়ে রাখা হয়। পরে ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। সন্ধ্যা ৭টায় লাইনচ্যুত বগিটি সরিয়ে নেয়া হয়। এ সময় প্রায় ৫ ঘণ্টা ট্রেন চলাচল ব্যহত হয়।
