সংশপ্তক এর ৩২ বছর পূর্তি ও বিজয় দিবস পালন

0
46
728×90 Banner

ডেইলি গাজীপুর সংবাদ বিজ্ঞপ্তি : মহান বিজয় দিবস ২০২২ ও সংশপ্তক এর ৩২ বছর পূর্তি উপলক্ষে জাতীয় শিশু-কিশোর সংগঠন “আমরা কুঁড়ি ও সংশপ্তক” ২২ ডিসেম্বর, বুধবার সন্ধ্যা ৬.০০ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আলোচনা, পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
সংশপ্তক এর সভাপতি মোসলেম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনজুরুল আহসান বুলবুল, সাবেক সভাপতি, বিএফইউজে ও প্রধান সম্পাদক, টিভি টুডে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ সামাদুল হক, ব্যবস্থাপনা পরিচালক, বাংলা টিভি, কুদ্দুস আফ্রাদ, সাবেক সভাপতি, ঢাকা সংবাদিক ইউনিয়ন, ড. দিনাক সোহানী, পরিচালক ও অনুষ্ঠান প্রধান, বাংলা টিভি, সমাজকর্মী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন গনি মিয়া বাবুল এমজেএফ, বিশিষ্ট ব্যাংকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ তারেক উদ্দিন। বক্তব্য রাখেন আমরা কুঁড়ির চেয়ারম্যান মুশতাক আহম্মদ লিটন, মহাসচিব ফেরদৌস আরা বন্যা ও শিশু বক্তা কারার মৌমিতা। অনুষ্ঠানে বিশ্ব শিশু দিবস উপলক্ষে আয়োজিত নৃত্য প্রতিযোগিতায় বিজয়ী ৩৭ জন শিশু শিল্পীকে পুরস্কার বিতরণ করা হয়। তাছাড়াও সাধারণ, লোকনৃত্যে প্রথম ও দলীয় দেশাত্নবোধক নৃত্যে দ্বিতীয় স্থান লাভ করার দিশামনি পালকে চ্যাম্পিয়ন পুরস্কার প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here