ডা. এস এ মালেক এর নামাজের জানাজা অনুষ্ঠিত ও মিরপুরে দাফন সম্পন্ন

0
44
728×90 Banner

ডেইলি গাজীপুর সংবাদ বিজ্ঞপ্তি :বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, প্রবীণ রাজনীতিবিদ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, মুক্তিযোদ্ধা, লেখক ও কলামিস্ট ডা. এস এ মালেক গতকাল রাত ১১.১০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ^াস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজেউন)। তার মৃত্যুতে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শোক প্রদান করেছেন। এছাড়াও মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, বিশিষ্ট বুদ্ধিজীবীগণ, সামাজিক ও রাজনৈতিক সংগঠন শোক প্রকাশ করেছেন। আজ সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে ধানমন্ডির কলাবাগান মাঠে। সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও মরহুমের নিকট আত্মীয়স্বজন ও সহকর্মীগণ এসময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডীর সদস্য জননেতা আমির হোসেন আমু, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপ আ ব ম ফারুক, সংসদ সদস্য মোঃ শফিকুর রহমান, আগা খান মিন্টু, সাবেক মন্ত্রী শেখ শহিদুল ইসলাম, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ এমপি, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাসিম আক্তার, রাজনৈতিক বিশ্লেষক সুভাস সিংহ রায়, আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. দিলিপ চন্দ্র রায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান, বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিয়া রহমান, ড. ফিরোজ আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাকারিয়া মিয়াসহ মরহুমের নিকট আত্মীয়স্বজন জানাজায় অংশগ্রহণ করেন। জানাজা শেষে ডা. এস এ মালেককে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here