
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবির কয়া সীমান্তে চোরাচালান, মানবপাচার, জঙ্গী ও রোহিঙ্গা অনুপ্রবেশসহ মাদক বিরোধী র্যালী করেছে ২০ বিজিবি ব্যাটালিয়ন। আজ সোমবার দুপুরে উপজেলার আটাপাড়া থেকে শুরু হয়ে সীমান্তবর্তী গ্রামের রাস্তাগুলো প্রদিক্ষণ করে। বিজিবি ২০ ব্যাটালিয়ন কৃর্তক আয়োজিত উক্ত মাদক বিরোধী র্যালীটিতে অংশ গ্রহন করেন জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু নাঈম খন্দকার, বাগজানা ইউনিয়ন আঃলীগের সভাপতি ইউনুস আলী মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান, কয়া ক্যাম্প কমান্ডার মাহামুদ আলম, স্থানীয় ইউপি সদস্য আতাউর রহমানসহ এলাকার সুধীজন সহ বিজিবি সদস্যরা ।
