আন্তর্জাতিক বিশ্ব বাবা দিবসে সকল বাবাদের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা

0
100
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি): আন্তর্জাতিক বিশ্ব বাবা দিবস ও পুরুষ নির্যাতন দমন আইনের দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ জার্মান হেল্প ফর ম্যান। মানববন্ধনে বাবাদের বৃদ্ধাশ্রমে যেন না পাঠানো হয় সেটার দাবি জানানো হয়। একই সাথে সকল বয়সী পুরুষদের স্বাস্থ্যের প্রতি যেন খেয়াল রাখা হয় সে বিষয়ে আলোকপাত করা হয়েছে। এ সময় সংগঠনের ঢাকা জেলার আহ্বায়ক জনাব খান মহিউদ্দিন আলিফ বলেন- বাংলাদেশে বাবাদের উপর যে শারীরিক ও মানষিক চাপ নিয়ে পুরো পরিবারকে আগলে রেখেছে তা এক কথায় বিরল। মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক নাসির হোসেন ও পুরুষ অধিকার কর্মী আল-আমিন, ইউসুফ, সুমন, আলাউদ্দিন, মাঈন প্রমুখ উপস্থিত ছিলেন। সংগঠনের চেয়ারম্যান প্রকৌশলী মাজহারুল মান্নান মিয়া বলেন- বাংলাদেশে বিশ্ব বাবা দিবসে সকল বাবাদের প্রতি শ্রদ্ধা ও লাল সালাম বাবারা তাদের পুরো পরিবারকে যে ছায়া দিয়ে আগলে রাখে তার প্রতিদানে আমরা সন্তানেরা এই একবিংশ শতাব্দীতে কতটুকু প্রতিদান দিতে পেরেছি তা নিজেকে প্রশ্ন করি। আমাদের সংগঠন যে সকল বৃদ্ধ পিতাদেরকে দেখার কেউ নেই তাদেরকে আমরা পুনর্বাসন ও সহযোগীতা করে থাকি। বাবাদের বিনামূলে চিকিৎসা ও কাউন্সিলিং করার মাধ্যমে সাহায্য সহযোগীতা করা হয়। তাই আসুন আমরা সবাই একদিনের জন্য বাবা দিবস পালন না করে সারা জীবনে যেন বাবাদের পাশে থাকি ও তাদের যতœ করতে পারি সে দিকে খেয়াল রাখা আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। ভবিষ্যতে যেন বাবারা (পুরুষরা) নির্যাতিত না হয় সে জন্য সরকারের নিকট পুরুষ নির্যাতন দমন আইনের দাবি জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here