আমরা চাই দুর্নীতির বিরুদ্ধে সকলেই সম্পৃক্ত হউক -দুদক মহাপরিচালক

0
274
728×90 Banner

নরসিংদী থেকে হলধর দাস : দুর্নীতি দমন কমিশন এর মহাপরিচালক অতিরিক্ত সচিব মোঃ মোস্তাফিজুর রহমান বলেছেন, সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদক মাঠে আছে, কাউকে ছার দেয়া হবে না। আমরা চাই দেশকে দুর্নীতি মুক্ত করতে সকলেই আমাদের সাথে সম্পৃক্ত হউক। তিনি ১৯ ফেব্রæয়ারি মঙ্গলবার নরসিংদীর শিবপুরে সবুজ পাহাড় বিশ^বিদ্যালয় কলেজে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগ্যে আয়োজিত প্রাতিষ্ঠানিক পরিবেশ সুরক্ষা,পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা সভা,সততা স্টোর উদ্বোধন,সততা স্টোর উদ্বোধন এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি ও তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির যৌথ উদ্যোগে অবসরপ্রাপ্ত সম্মানিত শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সূর্য্যকান্ত দাসের সভাপতিত্বে এবং জেলা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বশিরুল ইসলাম বশিরের সঞ্চালনায় দুই পর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির,দুদক সমনি¦ত জেলা ঢাকা-২ এর উপ-পরিচালক এস এম শাহিদুর রহমান, সমন্বিত জেলা ঢাক-২ এর সহকারি পরিচালক মো: নজরুল ইসলাম,ইউ এস প্রবাসী ড. দেলোয়ার মুর্শেদ, সবুজ পাহাড় কলেজের অধ্যক্ষ মো: গিয়াস উদ্দিন,জেলা প্রতিরোধ কমিটির সহ সভাপতি ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, তালেব হোসেন একাডেমির সভাপতি মো: তফাজ্জল হোসেন মাস্টার,দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য যথাক্রমে অধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তী,হলধর দাস, মো; মাসুদ মাহমুদ,মোস্তাক আহম্মদ ভূঞা,মোছলেহ উদ্দিন মাস্টাার, প্রধান শিক্ষক মনজিল এ মিল্লাত,বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন,ইউপি চেয়ারম্যান রাসেল আহমে¥দ প্রমুখ।
প্রধান অতিথি বলেন,শ্ক্ষিা প্রতিষ্ঠানে দুদকের গমনকে নিয়ে আজকে কেউ কেউ বলছেন এটা ছোট দুর্নীতির ক্ষেত্র। আমি বলবো না এটাই বড়। শিক্ষাখাতে সরকার প্রতি বছর প্রচুর বাজেট বরাদ্দ দিচ্ছেন। কিন্তু সেই মোতাবেক আদর্শ মানুষ গড়ে উঠছে না। শিক্ষা প্রতিষ্ঠান থেকে আদর্শ্য মানুষ গড়ে উঠলে দেশে দুর্নীতি অনেক কমে যাবে। তাই আমরা শিক্ষকদের দুর্নীতি বন্ধে সেখানে যেতে বাধ্য হচ্ছি। আমরা দুই ধারায় কাজ করছি। এক দিকে দুর্নীতিবাজদের ধরে বিচারের আওতায় আনছি। অন্যদিকে দুর্নীতি প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে সততা সংঘ,সততা স্টোর প্রতিষ্ঠাসহ বিভিন্ন কার্যক্রম চালাচ্ছি। সততা একটি সমন্বিত বিষয়। আজকের শ্ক্ষিার্থীই হবে আগামীদিনের নেতা, রাষ্ট্রনায়ক,বিচারক,ডিসি,এসপি। তাদের সঠিক আাদর্শে গড়ে তোলার লক্ষেই আমরা বিভিন্ন কর্মসূচী গ্রহণ করছি। আজকে এই প্রতিষ্ঠানে সততা স্টোর প্রতিষ্ঠা,সততা সংঘের সদস্যদের শপথ বাক্য পাঠ এবং অবসর প্রাপ্ত সম্মানিত শিক্ষক সম্মাননা প্রদান দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অংশবিশেষ।
প্রধান অতিথি সবুজ পাহাড় বিশ^বিদ্যালয় কলেজে সততা স্টোর উদ্বোধন শেষে সততা সংঘের শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান এবং অবসরপ্রাপ্ত সম্মানিত শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করেন। অনুষ্ঠানে এলাকার ১৪জন সনামধন্য অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা সনদ প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here