একুশে গ্রন্থমেলায় ‘দুই বাঙলার নান্দনিক কবিতা’ বইয়ের মোড়ক উন্মোচন

0
441
728×90 Banner

অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল মুনিম খান: বাঙালির প্রাণের মেলাখ্যাত বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলায় ‘দুই বাঙলার নান্দনিক কবিতা’ বইয়ের মোড়ক উন্মোচন গত রবিবার ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। নতুন বইয়ের মোড়ক উন্মোচন মঞ্চে আলোকসজ্জায় সুসজ্জিত সুন্দর-সুশৃঙ্খল অনুষ্ঠানটিকে লেখক-সম্পাদক-প্রকাশক সবাই উৎসবমুখর হিসেবে নেন। মহান একুশে গ্রন্থমেলায় নতুন বই হাতে পেয়ে লেখকরা যেমনি খুশি হন, একইভাবে তাদের শুভাকাঙ্খি পাঠকমহলও আনন্দিত হন। এই আনন্দ-উচ্ছাসের সাথে নতুন বইয়ের প্রতি বইপ্রেমী ক্রেতাদের উৎসুকতা তো থাকছেই। স্বতস্ফুর্ত করতালির মধ্য দিয়ে বইটির মোড়ক উন্মোচনের পর সম্পাদকদের প্রতি আমন্ত্রিত অতিথিবৃন্দ আশির্বাদমূলক সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
দেশের বিশিষ্ট সাহিত্যিক, সাহিত্য অনুরাগী, শুভাকাঙ্খি ও সংস্কৃতিপ্রেমীদের প্রাণবন্ত উপস্থিতিতে ‘দুই বাঙলার নান্দনিক কবিতা’ বইটির মোড়ক উন্মোচন করে অনুষ্ঠানের প্রধান অতিথি জনপ্রিয় কথাসাহিত্যিক দীপু মাহমুদ বইয়ের বিষয়ে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিয়ে বলেন, ‘দুই বাঙলার অনেক বিখ্যাত কবিদের নান্দনিক কবিতা বইটিতে তুলে ধরা হয়েছে। দুই বাঙলার সংস্কৃতিকর্মী ও কবিদের কবিতা জানতে এ বইটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অমর একুশে বইমেলায় কাব্যগ্রন্থটি কবিতাপ্রিয় বাঙালির সারাজীবনের সঙ্গী হোক!’

বাংলা একাডেমি চত্বরে সোহরাওয়ার্দী উদ্যানের নতুন বইয়ের মোড়ক উন্মোচন মঞ্চে ‘দুই বাঙলার নান্দনিক কবিতা’ বই হাতে বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান রেজা আসাদ আল-হুদা অনুপম ও বিশ্ববিদ্যালয় পরিক্রমা পত্রিকার উপদেষ্টা সম্পাদক বিশিষ্ট প্রাবন্ধিক, কলামলেখক, গবেষক ও বাংলা একাডেমির জীবন সদস্য মিডিয়া ব্যক্তিত্ব এবং ইউনিভার্সিটি অব কুমিল্লার অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল মুনিম খান প্রমুখ এক মিনিট করে কথা বলে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান রেজা আসাদ আল-হুদা অনুপম বইটির প্রতি শুভকামনা জানিয়ে বলেন, ‘দুই বাঙলার নান্দনিক কবিতা গ্রন্থের সম্পাদক ড. মুহম্মদ এমদাদ হাসনায়েন ও সারিয়া সুলতানা একখানি গুরুত্বপূর্ণ কাজের পথিকৃৎ হিসেবে বিশেষভাবে অভিনন্দনযোগ্য। এ বইটি যাঁরা পড়বেন, তাঁরা বাংলাদেশ ও ভারতের কবিতা সম্পর্কে আরও বেশি জানতে পারবেন। পাঠক-পাঠিকা ও সুধী গবেষকবৃন্দ গ্রন্থটির দ্বারা উপকৃত হলে প্রকৃত লক্ষ্য অর্জিত হবে বলে আশা করি।’
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আশির্বাদসূচক বক্তব্যে দুই বাঙলার জনপ্রিয় স্যাটেলাইল চ্যানেল তারা টিভি নিউজের উপদেষ্টা, বিশিষ্ট প্রাবন্ধিক, কলামলেখক, গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল মুনিম খান তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘নতুন বইয়ের মোড়ক উন্মোচন বই, লেখক ও প্রকাশকের জন্য একটি আকর্ষণীয় দিক। এপার বাংলা ও ওপার বাংলার বিশিষ্ট কবিদের নির্বাচিত কবিতা সমৃদ্ধ এমন একটি বই আমাদের দুই বাঙলার নান্দনিক কবিতা সম্পর্কে জানতে আরও বেশি উৎসাহিত করবে। আগ্রহী কবি-সাহিত্যিক ও লেখক-লেখিকাদের জন্য এটি একটি চমকপ্রদ কবিতার বই নিঃসন্দেহে। আমি ‘দুই বাঙলার নান্দনিক কবিতা’ বইটির সার্বিক সাফল্য কামনা করি।’

কবি নির্মলেন্দু গুন ও আবৃত্তি শিল্পী শিমুল মোস্তফাকে উৎসর্গকৃত ও ড. মুহম্মদ এমদাদ হাসনায়েন ও সারিয়া সুলতানা সম্পাদিত ‘দুই বাঙলার নান্দনিক কবিতা’ বইটি প্রকাশ করেছে বর্ণ প্রকাশ লিমিটেড। অমর একুশে গ্রন্থমেলা-২০১৯ উপলক্ষ্যে ৬৩৪ পৃষ্ঠা সমৃদ্ধ কাব্যগ্রন্থটিতে দুই বাংলার ১০১ কবির ৩৬৫ কবিতা সংকলিত হয়েছে। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন অনুপম হুদা, মূল্য রাখা হয়েছে ১০৫০/-(এক হাজার পঞ্চাশ) টাকা মাত্র।
গ্রন্থনা ও সম্পাদনা: অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল মুনিম খান: প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ইনস্টিটিউট অব ল্যাংগুয়েজ স্টাডিজ। প্রফেসর ও এডভাইজার, ইসলামিক স্টাডিজ ও ইসলামের ইতিহাস বিভাগ, স্কুল অব লিবারেল আর্টস, ইউনিভার্সিটি অব কুমিল্লা, উত্তরা, ঢাকা। উপদেষ্টা সম্পাদক, পায়রা.নিউজ ও বিশ্ববিদ্যালয় পরিক্রমা। গবেষক, কলাম লেখক, বাংলাদেশ বেতারের বহির্বিশ্ব কার্যক্রমের সংবাদ পাঠক, টেলিভিশন অনুষ্ঠানের উপস্থাপক ও আলোচক।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here