আসন্ন মাধবদী পৌরসভা নির্বাচনে বৈধ মনোনীত প্রার্থী ৫১ জন

0
104
728×90 Banner

হলধর দাস : বাংলাদেশের আলোচিত শিল্পপ্রধান বাণিজ্য কেন্দ্র মাদধবী পৌরসভার আসন্ন নির্বাচনে ১২টি ওয়ার্ডে বৈধভাবে মনোনীত মোট ৫১ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন। এদের মধ্যে মেয়র ৫জন, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদে ১২ জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ৩৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাঁছাইয়ে বৈধতা লাভ করেছে জানিয়েছেন জেলা নির্বাচন অফিস।
মেয়র পদে বৈধভাবে মনোনীত প্রার্থীগণ হলেনঃ-
১। ফরিদা ইয়াছমিন-(স্বতন্ত্র), ২। মোঃ আনোয়ার হোসেন, সাং-পাড়কাশিপুর-(বিএনপি), ৩। মোঃ আনোয়ার হোসেন,সাং-মনোহরপুর-(স্বতন্ত্র),৪।মোঃ মনির হোসেন শামিম-(ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও ৫। মোঃ মোশাররফ হোসেন-(বাংলাদেশ আওয়ামীলীগ)।
সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদে বৈধ মনোনীত প্রাথী ১২ জন ঃ
এদের মধ্যে ১নং ওয়ার্ডে ৪ জন। এরা হলেন- ১। পিয়ারা বেগম, ২। মরিয়ম রহমান, ৩। মোসাঃ আমেনা বেগম ও ৪। মোসাঃ জিনাত ফারহা(মুক্তা)।
২নং ওয়ার্ডে বৈধ মনোনীত প্রার্থী ১ জন। তিনি হলেন ফরিদা ইয়াসমিন।
৩নং ওয়ার্ডে বৈধ মনোনীত প্রার্থী ৩জন। এরা হলেন- ১। মায়া বেগম, ২। মোসাঃ ফাতেমা বেগম ও ৩। শাহানা আক্তার।
৪নং ওয়ার্ডে বৈধ মনোনীত প্রার্থী ৪ জন। এরা হলেন- ১। ববিতা বেগম, ২। মায়া রানী দেবনাথ,৩। মোসাঃ নাছিমা বেগম ও ৪। মোসাঃ বেবী বেগম।
সাধারণ আসনের কাউন্সিলর পদে ১২টি ওয়ার্ডে বৈধ মনোনীত প্রাথী ৩৪ জন ঃ-
এদের মধ্যে ১নং ওয়ার্ডে ২ জন। এরা হলেন- ১। পরিমল চন্দ্র ঘোষ ও ২। মোঃ আনিছুর রহমান সোহেল।
২নং ওয়ার্ডে বৈধ মনোনীত প্রার্থী ৫ জন। এরা হলেন- ১। ইদ্রিস আলী, ২। মোঃ দেলোয়ার হোসেন, ৩। মোঃ মোশারফ, ৪। মোঃ শরিফ মিয়া ও ৫। রাজিব হোসেন।
৩ নং ওয়ার্ডে বৈধ মনোনীত প্রার্থী ২ জন। এরা হলেন- ১। মোহাম্মদ মনিরুজ্জামান ও ২। মোঃ সোলায়মান ভূঁইয়া।
৪ নং ওয়ার্ডে বৈধ মনোনীত প্রার্থী ২ জন। এরা হলেন- ১। মামুন মিয়া ও ২। মোঃ শেখ ফরিদ।
৫নং ওয়ার্ডে বৈধ মনোনীত প্রার্থী ২ জন। এরা হলেন- ১। মাহফুজুর রহমান কালাম ও ২। মোঃ হেলাল উদ্দীন।
৬নং ওয়ার্ডে বৈধ মনোনীত প্রার্থী ২ জন। এরা হলেন- ১। দেলোয়ার হোসেন ও ২। মোঃ মাতবর আলী।
৭নং ওয়ার্ডে বৈধ মনোনীত প্রার্থী ৪ জন। এরা হলেন- ১। মোঃ আমিনুল ইসলাম, ২। মোঃ এনামুল হক মোল্লা, ৩। মোঃ মিজানুর রহমান ও ৪। হায়দার আলী।
৮নং ওয়ার্ডে বৈধ মনোনীত প্রার্থী ৪ জন। এরা হলেন- ১। কেশব চন্দ্র আচার্য্য, ২। গৌতম ঘোষ, ৩। নিরঞ্চন সাহা ও ৪। মোঃ মকবুল হোসেন।
৯নং ওয়ার্ডে বৈধ মনোনীত প্রার্থী ২ জন। এরা হলেন- ১। মোঃ জাহাঙ্গীর আলম ও ২। মোঃ দেলোয়ার হোসেন।
১০ নং ওয়ার্ডে বৈধ মনোনীত প্রার্থী ২ জন। এরা হলেন- ১। মোঃ জাকির হোসেন ও ২। শংকর চন্দ্র দেবনাথ।
১১ নং ওয়ার্ডে বৈধ মনোনীত প্রার্থী ৪ জন। এরা হলেন- ১। এ আর বোরহান মিয়া, ২। মোঃ আলমগীর ভূইয়া, ৩। মোঃ আশ্রাফ ভূইয়া ও ৪। মোঃ নওশের আলী।
এবং ১২ নং ওয়ার্ডে বৈধ মনোনীত প্রার্থী ৩ জন। এরা হলেন- ১। মোঃ খায়রুল ইসলাম, ২। মোঃ বাদল ভূঞা ও ৩। মোঃ বাবুল ভূইয়া। আগামী ১৪ ফেব্রুয়ারি মাধবদী পৌরসভার নির্বাচন হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here