ইউপি নির্বাচনের একাল- সেকাল

0
126
728×90 Banner

মোল্লা তানিয়া ইসলাম তমা :দেশে এবার ৬টি ধাপে পর্যায়ক্রমে শুরু হয়েছে ৪২৭৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন । এ নির্বাচন তৃণমূলে খুব আশা-উদ্দীপনা জাগিয়েছে এবং জাগাচ্ছে । শুনেছি আগের দিনে ফাল্গুনের আধো শীতে চাদর মুড়িয়ে স্ব স্ব প্রার্থীদের পক্ষে ভোট প্রচারণা চালিয়ে প্রার্থীদের বাড়ি গিয়ে মুড়ি, রুটি-সুজি খেয়ে যার যার মতো বাড়ি ফিরত কর্মী সমর্থকেরা । মার্কা আর ভোটার মিলেমিশে তখন হতো একাকার । নানা ব্যবস্থার এখন পরিবর্তনে ভোটের মূল্যবোধ আর আগের মতো নেই । এর কারণ বোধকরি মোবাইল প্রযুক্তি । ফলে যোগাযোগের ধরন এখন আলাদা । আর ভোট নিয়ে আগে যা হতো এখন সেগুলো আর নেই । প্রার্থী জেতানোর জন্য সমর্থকদের মধ্যে আ্য্যডভেঞ্চার কাজ করতো । সারারাত ভোট গণনা চলতো, রিটার্নিং অফিসার, পোলিং অফিসার রাতজাগা চোখে কাজ করতো— এলাকার প্রভাবশালীরা তাদের যতœআত্তি খাবার-দাবারের ব্যবস্থা করে দিতেন, ভোট গোনা শেষ হলে তারা নিজ নিজ জায়গায় নিরাপদে ফিরে যেতেন । তারপর বিজয়ী প্রার্থীর জয়ের মিছিল হতো । ইউনিয়ন পরিষদ নির্বাচন এলেই গ্রাম-গঞ্জের এমন চিত্র অনেক মুরুব্বীদের মনে পড়ে । এবারও গ্রাম-গঞ্জে পরিস্থিতিমতো সাড়া পড়ে গেছে । কয়েকদিন আগে গ্রামে গেলাম । সেখানে দেখা গেল গমগম আওয়াজ, কে চেয়ারম্যান হবেন, কে মেম্বার হবেন, কে মহিলা প্রার্থী ইত্যাদি নানা কথাবার্তা। তবে মোদ্দাকথা যেটা, সাধারণ মানুষ ভোট চায়, ভোট দিতে চায়, তাদের ইচ্ছেমতো প্রার্থী বাছাই করতে চায় । সরল মনে তারা সৎ যোগ্য, কর্মঠ প্রতিনিধি চায়। দুর্নীতিকে ধিক্কার জানায় তারা । কোনো রাজনৈতিক চাপও নিতে চায় না। কিন্তু সব দল নির্বাচন করুক, নির্বাচনটা জমজমাট হোক—সেটি সবারই প্রত্যাশা। এই প্রত্যাশা আমাদেরও। কারণ, সবার মাঝে স্বস্তি ও শান্তি লুকিয়ে আছে—এর মধ্যেই । স্থানীয় সরকারে ইউনিয়ন পরিষদ খুব গুরুত্বপূর্ণ । সনদপত্র থেকে শুরু করে, বিচার-শালিস-আইন-আবদার কী তারা করেন না—সেটিই খুঁজে পাওয়া মুশকিল । সরাসরি গণ-মানুষের সঙ্গে যুক্ত থাকেন চেয়ারম্যানরা ও অন্যান্য অধঃস্তন প্রতিনিধিরা । বিষয়টি এ পর্যায়ে নানা কারণে খুব গুরুত্বপূর্ণ মনে হয় । যেমন—এক. দেশব্যাপী যে নির্বাচনী হাওয়া প্রবাহিত তাতে সংখ্যাগরিষ্ঠ মানুষ তীব্রভাবে তাদের সংশ্লিষ্টতা চায়— যেটি সমকালীন রাজনীতির জন্য প্রাসঙ্গিক, দুই. যদি সমস্ত ভয়ভীতির ঊর্ধ্বে উঠে জনগণ স্বতঃস্ফূর্ত হয়ে ভোটাধিকার প্রয়োগ করে তবে জনজীবনে স্বস্তি ও আস্থার প্রবাহ বেগবান হবে, তিন. নির্বাচন কমিশনকে পুরো বিষয়ে কঠোর নজরদারিতা কায়েম করতে পারলে সরকারি কাজকর্মে বাড়তি সুবিধা পাবে, চার. প্রার্থী বাছাইয়ে নিরপেক্ষতা প্রয়োজন, তাতে দুর্নীতিবাজ কিংবা ক্ষমতালোভীরা মনোনয়ন পাবে না—সেটি দলীয় হাইকমান্ডকে নিশ্চিত করতে হবে; তাহলে জনগণও সেটি সঠিকভাবে গ্রহণ করবে, পাঁচ. যেহেতু অনেক ইউপিতে দলীয় প্রতীকে নির্বাচন, তাই এটি রাজনৈতিক দলগুলোর নির্বাচন—একই সঙ্গে তা মর্যাদারও ইস্যু হয়ে দাঁড়াবে—সে কারণে রাজনৈতিক প্রতিদ্ব›িদ্বতা হোক কিন্তু প্রভাববলয় সৃষ্টি করা যাতে না হয় সেদিকটা জরুরি, ছয়. সব দলের অংশগ্রহণ অবশ্যই ইতিবাচক কিন্তু নিরাপত্তা ও সাবলীল পরিবেশটি যাতে অক্ষুণ্ণ থাকে—এ ব্যাপারে যদি রাজনৈতিক আদর্শের কথা কেউ বলে তবে তা আনুগত্য বা মোটিভেশনের ব্যাপার—সুতরাং বলপ্রয়োগ নয়, প্রত্যেককের সিদ্ধান্ত যেন প্রত্যেককেই স্বাধীনভাবে নিতে পারে এবং নিরাপত্তা ব্যবস্থা যাতে সে মোতাবেক বহাল থাকে । আগেই বলেছি, বাংলাদেশের ভোট পরিস্থিতি আর আগের মতো নেই। মিডিয়া-প্রযুক্তি বেশ সজাগ । জনসমর্থনই সেখানে মুখ্য । এই মুখ্য কাজটি অর্জন করতে হলে বিকল্প অন্যায়যোগ্য কিছু চিন্তা করা সঠিক হবে না । সেটি কেউ গ্রহণও করবে না । বরং তাতে অহেতুক জঞ্জাল বাড়বে । বড় দুই দলের মধ্যে পার্থক্য ইতিমধ্যেই মনে হয় জনগণের কাছে নিরূপণ হয়ে গেছে। কারণ, মুক্তিযুদ্ধের আদর্শ ও মানবতাবিরোধী অপরাধবিষয়ক স্পষ্টতা বিএনপির মধ্যে এখনও নেই । এ বিষয়ে তারা মাঝেমধ্যেই অশোভন প্রলাপ বকে । এক এক নেতা এক এক ভাষায় কথা বলে রাজনীতির মাঠ উত্তপ্ত করার চেষ্টা করেন। এসবের উদ্দেশ্য কী? রক্তরঞ্জিত স্বাধীনতার শপথ বিবেকহীন হয়ে তারা ভুলে যায় কী করে, আর তাকে শুধু রাজনৈতিক কারণে এসব অকথ্য উক্তির সমর্থন দেবারই বা কারণ কী? এটি তো কোনো গণ-মানসের রাজনীতি নয় । এসব বিতর্ক তুলে দেশে উন্নয়ন বা গণতন্ত্র কিছুই বিন্দুমাত্র সম্মুখের দিকে এগিয়ে নেয়া যায় না । বিএনপি বড় দল হিসেবে এই মুহূর্তে কোনো পরিশুদ্ধ রাজনৈতিক শিষ্টাচার তৈরি করতে পারেনি । কোনো নেতা তা করতে পারছেন না । বরং বিপরীতে একই কথার পুনরাবৃত্তি চলছে, তারা পেছনের রাজনীতি করছেন, বিতর্ক সৃষ্টি করে অহেতুক জাতিকে বিভ্রান্তির মুখে ঠেলে দিচ্ছেন । এতে দল বা দলীয় আদর্শ যদি কিছু থেকে থাকে তা অকার্যকরই বলতে হবে । অতীতের মতো তারা আবার পরাজয়ের গ্লানি কাঁধে নিয়ে হয়তো বলবে, নির্বাচন সুষ্ঠু হয়নি । এসব ভাঙা রেকর্ড-সম্ভূত বাণী দেশবাসীর কাছে এখন পরিষ্কার । আর এই করনেই হয়তো তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে । কিন্তু প্রশ্ন, এখন তাদের সামনের পরিকল্পনা কী? দেশের ভিশন নিয়ে তারা কী ভাবছে? মুক্তিযুদ্ধ নিয়ে তাদের অবস্থান কী? অতীতের জঙ্গি তোষণের বিষয়ে তাদের জবাব কী? এমন মৌলিক প্রশ্নের উত্তর সজাগ জাতি ও জনসমাজের সামনে প্রকাশ করতে হবে। তবেই তারা ইতিবাচক হয়ে সম্মুখে এগুতে পারবে। তাদের রাজনীতি বিষয়ে কোনো নেতাই কিছু কি বলতে পারেন? অতীতে কার্যত তারা যে ক্ষমতার রাজনীতি করেছে, সে দৃষ্টিভঙ্গি তাদের বদলাতে হবে। দেশ ও জনতার চাহিদা ও সংগ্রামের গতিপ্রবাহ বুঝে রাজনীতির পথ তৈরি করতে হবে, নইলে সামগ্রিক অর্থে তাদের সাফল্য দূরপরাহত, এতে কোনো সন্দেহ নেই। ইউপি নির্বাচন নিয়ে সরকার বড় সাফল্যটি তখনই পাবে যদি সমস্ত ভয়ভীতির ঊর্ধ্বে আমজনতা ভোটকেন্দ্রে যায় এবং স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে । এ নিরাপত্তা এবং নির্বাচনের শক্তিটুকু নির্বাচন কমিশনকে দিতে হবে। সরকার নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে । নির্বাচন কমিশনও দলগুলোকে নিয়ে যে আচরণবিধি করেছে তার যথাযথ প্রয়োগ ঘটাতে হবে । এক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড সকলেই দেখতে চায় । সেটি স্বাভাবিক পথে চলতে দিতে হবে । সরকার যদি তৃণমূল পর্যায়ে ভালো কাজ করে থাকে, যদি জনগণের বন্ধু হয়ে থাকার দাবি তারা করে তবে আর ভয় কী! ইউপি নির্বাচনে আমজনতার যে উৎসব তাকে সম্মান করতে হবে। এই সম্মানের মাহাত্ম্য যদি জনগণ উপলব্ধি করতে পারে তবে সরকারেরই জিত । বাংলাদেশের মানুষ আবেগপ্রবণ এবং উৎসবমুখী । এই উৎসবের উত্তাপ এখন সর্বত্র—সেটিকে কাজে লাগাতে হলে নিরাপত্তা দিতে হবে । স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। এটি সরকারের দায়িত্ব । এজন্য নিরপেক্ষতার শর্তটি অবশ্যম্ভাবী কায়েম হওয়া জরুরি । সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন নিছক কোনো দলের হয়ে কাজ না করে । কমিশনকে এ ব্যাপারে সঠিক দিকনির্দেশনা দিতে হবে। সা¤প্রতিক সময়ে পুলিশের কর্মকাÐ কিংবা বিশেষ বাহিনী গঠন করে স্পেশাল ক্ষমতা দেয়ার ফলে কিছু বিতর্ক হয়েছে। এগুলোর প্রতি সজাগ দৃষ্টি প্রয়োজন । দেশের আমলা-পুলিশ প্রশাসন নিয়ে জনগণের ভেতরে যাতে ভীতি তৈরি না হয়, দলের ভেতরে স্বার্থরক্ষাকারী গোষ্ঠী যাতে তাদের প্রয়োজনে ব্যবহার করতে না পারে—এ বিষয়গুলোর প্রতি সুদৃষ্টি থাকা উচিত । এর অন্যথা হলে সাধারণ জনগণ ক্ষমা করবে না । এটি বোধকরি খুব বেশি চাওয়া নয় । কমিশন নিশ্চয়ই এ বিষয়ে সজাগ থাকবে । জনগণের বন্ধু হয়ে কাজ করবে—এই প্রত্যাশা আখেরে প্রতিষ্ঠিত না হলে কারোরই অন্তত মঙ্গল হবে না । এজন্য সরকার এবং নির্বাচন কমিশনের সজাগ থাকাটা জরুরি । মিডিয়াকে যথোচিত কাজটি করতে দিতে হবে । সরকার সারাক্ষণ যে বিষয়গুলো প্রচার করছে, কাজে তার প্রমাণ রাখতে পারলেই জনগণ তাদের পাশে থাকবে । আর দেশ ও উন্নয়নের পথও তখন বাধাগ্রস্ত হওয়ারও কারণ থাকবে না । অবশ্যই বিষয়টি সার্বিক কল্যাণের সঙ্গে জড়িত । সকলকেই নিজ দায়িত্ব পালন করে ইতিবাচক ভূমিকা গ্রহণ করলে দেশ সর্বমুখী এগুতে পারবে । তবে আর একটি বিষয় বলতেই হয়, জনগণ যেহেতু সর্বময় শক্তির উৎস, তাই তাদেরও সচেতন নাগরিক হিসেবে কিছু করার দায়িত্ব রয়েছে । তারাও এগিয়ে আসবে । সে দায়িত্বটুকুও প্রত্যাশিত । নির্বাচনে উৎসবমুখরতা পেতে হলে তাদের অর্জনটুকুও তো কম নয় । তাই চলমান ইউপি নির্বাচনে হানাহানি বাদ দিয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করে দেশের উন্নয়নের অংশীদার হই ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here