ঈদ উৎসবে এশিয়ান টিভির বর্ণাঢ্য আয়োজন

0
277
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: এবারের ঈদ উৎসবে দর্শকদের জন্য আনন্দময় ও চিত্তবিনোদন দেয়ার জন্য বর্ণাঢ্য আয়োজন করেছে এশিয়ান টেলিভিশন। চ্যানেলটির গণসংযোগ কর্মকর্তা মামুন সোবহানী সংবাদপত্রকে জানান গত ঈদের মত এবারও থাকছে সাত পর্বের ৫টি ধারাবাহিক নাটক। ৭টি গল্প নির্ভর একক নাটকসহ নন ফিকশন ৮টি এবং ১৪টি সিনেমাসহ অনেক আকর্ষনীয় অনুষ্ঠান। সাত দিনব্যাপী এই আয়োজনের মধ্যে রয়েছে দেশের বরেণ্য নির্মাতাদের নির্মিত নাটক, টেলিছবি, জনপ্রিয় বাংলা চলচ্চিত্রসহ বৈচিত্রময় ও উপভোগ্য অনুষ্ঠানসমুহ। পাঁচটি সাত পর্বের ধারাবাহিক নাটক হচ্ছে ”পেয়ার আলীর পঞ্চম বিয়ে” ”বোকা বাবুল এখন সুপার মডেল” ”ভালোবাসার সর্দিকাশি” ”হাইত্তাম নো কিল্লাই” ”আলাল দুলাল”। ৬টি একক নাটকের মধ্যে রয়েছে ”ভালোবাসার মাইর প্যাচ” ”চরিত্র” ” এক ব্যাগ ভালোবাসা” ”লাভ উইল টার্ন” ”চোখ থাকে দোতলায়” ও ”রাত জোনাকী” এছাড়াও বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ আয়োজন ”চেতনায় বঙ্গবন্ধু”। ১৪টি সিনেমার মধ্যে রয়েছে ”মাই নেইম ইজ সুলতান” ”বিদ্রোহী সালাহ উদ্দীন” ”বাশিঁওয়ালা” ” ও প্রিয়া তুমি কোথায়” ”স্বপ্নের ঠিকানা” ”পিতা মাতার আমানত” ”বাধা” ”মোস্ট ওয়েলকাম” ”বলবো কথা বাসর ঘরে” ”কিস্তিমাত” ”দুই বধূ এক স্বামী” ”নিঃস্বার্থ ভালোবাসা” ”আজব প্রেম” ”লাট্টু কসাই”। এসব আয়োজনের পাশাপাশি রয়েছে সাম্প্রতিক কালের সিনেমার গান নিয়ে ”সিনে গান”। দেশ সেরা তারকা শিল্পীদের নিয়ে সেলেব্রেটি আড্ডা। খ্যাতনামা অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে কমেডি বিষয়ক অনুষ্ঠান ”ঈদ রঙ্গরস”। মিডিয়ার জাকঝমকপূর্ন ইভেন্ট নিয়ে নৃত্যবিষয়ক অনুষ্ঠান ”ড্যান্স ফিউশন”। দেশের বরেণ্য কন্ঠশিল্পীদের নিয়ে সরাসরি গানের অনুষ্ঠান ওয়ালটন এশিয়ান মিউজিকসহ বরাবরের মত নিয়োমিত আয়োজন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here