উওরখানে দু’ গ্রুপের সংঘর্ষে।। স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ আহত- ১০

0
100
728×90 Banner

এস, এম, মনির হোসেন জীবন : রাজধানীর উওরখানে দলীয় কোন্দল, আধিপত্য বিস্তার, পূর্ব শএুতা ও মাদক ব্যবসার জের ধরে স্হানীয় দু’ গ্রুপের মধ্যে দু’ দফা সংঘর্ষের ঘটনায় দুই স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ উভয় পক্ষের অন্তত ৯/১০ জন আহত- হয়েছেন।
তারা হচছে – উওরখান থানা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি রাতুল, সাংগঠনিক সম্পাদক ঝিলন, সদস্য নিউটন, কাওসার, লিয়ন মাদক ব্যবসায়ী, সুমন,তোফায়েল, যুবলীগ নেতা মোকারম, ও জাপা নেতা মিনারুল প্রমুখ।
এদের মধ্যে ২ গুরুতর আহত রাতুল ও নিউটনকে উওরার ক্রিসেন্ট হাসপাতাল থেকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) হাসপাতালে ভতি’ করা হয়েছে।
বাকীদেরকে উওরার আইচি মা ও শিশু হাসপাতাল, টংগী সরকারী হাসপাতাল সহ অন্যান্য হাসপাতাল ও ক্লিনিকে চিকি?সা করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ৯ টা ও রাত সাড়ে ১১ টার দিকে উওরখানের কলাবাগান বালুর মাঠে পৃথক এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এদিকে, উওরখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো, আবদুল মজিদ আজ বুধবার দু’ পক্ষের মধ্যে মারামারির বিষয়িট নিশ্চিত করেছেন।
পুলিশ, এলাকাবাসি ও আহতরা জানান, কয়েক দিন আগে উওরখানের কলাবাগান এলাকায় মাদক ব্যবসায়ী সুমন আলমগীরকে ধরে মারধর করে। এর জের হিসেবে মঙ্গলবার দিবাগত রাতে উওরখানের কলাবাগান বালুর মাঠে দলীয় কোন্দল ও পূর্ব শএুতার জের ধরে আলমগীর স্হানীয় মাদক কারবারি সুমনকে একা পেয়ে চড় থাপ্পড় সহ মারধর করে।
পরে এঘটনার জের ধরে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে একই বালুর মাঠে
উওরখান থানা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি রাতুল, সাংগঠনিক সম্পাদক ঝিলন, সদস্য নিউটন, কাওসার, লিয়ন ঘটনার সূএপাত ধরে ওই স্হানে গেলে পূ্ব’ শএু্তার জের হিসেবে সাবেক কৃষক লীগ নেতা বত’মানে ষুবলীগ নেতা তোফায়েল, বিএনপি নেতা ও মাদক ব্যবসায়ী সুমন মোকারম জাপানেতা মিনারুল এর নেতৃত্বে ১৫/ ২০ জনের একটি দল উক্ত জায়গায় পৌছালে উওরখান থানা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি রাতুল, সাংগঠনিক সম্পাদক ঝিলন, সদস্য নিউটন এর মধ্যে প্রথমে বাকবিতন্ড ও কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষই রড, লাঠিসোটা, দ্য বটি, চাপাতি নিয়ে একে অপরের উপর হামলা চালালে এ ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের হামলায় কমপক্ষে ৯/১০ জন আহত হয়েছে।
এবিষয়ে জানতে উওরখান থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো, জাকির হোসেন জানান, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বাষি’কীতে স্বেচ্ছাসেবকলীগের ব্যানার ও ফেস্টুন আমার দলের নেতা কমীরা উওরখানের কলাবাগান বালুর মাঠে এলাকায় লাগিয়ে ছিলেন। ওই সময় বিএনপি নেতা সুমন, জাপা নেতা মিনারুল,মাদক ব্যবসায়ী মোকারমসহ তাদের সহযোগিতারা তা ছিঁড়ে ফেলে। পরে এ ঘটনার জের ধরে উওরখান থানা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি রাতুল, সাংগঠনিক সম্পাদক ঝিলন, সদস্য নিউটনের সাথে বিরোধ চলে আসছিলো।
তিনি আরও জানান, এঘটনার জের ধরে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে উওরখানের কলাবাগান বালুর মাঠ এলাকায় প্রতিপক্ষের লোকজন অতকি’ত হামলা চালালে উওরখান থানা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি রাতুল, সাংগঠনিক সম্পাদক ঝিলন, সদস্য নিউটনসহ উভয় পক্ষের ৮/১০ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত রাতুল ও নিউটনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) হাসপাতালে ভতি’ করা হয়েছে।
এদিকে, ঢাকা উওর সিটি করপোরেশন (ডিএনসিসি) ৪৬ নম্বর ওয়াড’ কাউন্সিল মো, জাইদুল ইসলাম মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, আমাকে জানিয়েই উওরখান থানা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি রাতুল, সাংগঠনিক সম্পাদক ঝিলন, সদস্য নিউটনসহ কয়েকজন দলীয় নেতারা উওরখানের কলাবাগান বালুর মাঠ এলাকায় গিয়েছিল। পরে সেখানে দু গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়।
তিনি আরও জানান, আজ বুধবার সকালে আমি বিষয়টি জেনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্হা নেয়া হবে।
অপর দিকে, উওরখান থানা ছাএলীগের সভাপতি প্রাথী এক নেতা নাম প্রকাশ না করার শতে’ জানান, উওরখান থানা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি রাতুল, সাংগঠনিক সম্পাদক ঝিলন, সদস্য নিউটনসহ এ গুরুপের অনেকের দলের সিনিয়রদের সাথে মাঝে মধ্যে বেয়াদবি করেন। এদের অনেকের নামে উওরখান থানায় মামলা ও অভিযোগ রয়েছে।
তিনি আরও জানান, মোকারম ইতিপূবে’ জাতীয় পাটি করতে। এখন সে যুবলীগ করছে। এদের মধ্যে অনেকে মাদক বিক্রি ও সেবন করে।
এদিকে, উওরখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো, আবদুল মজিদ আজ বুধবার বলেন, এ মারামারি ও সংঘর্ষের ঘটনায় এ রিপো’ট লেখা পযন্ত’ কেউ থানায় এসে লিখিত কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্হা নেয়া হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here