কষ্ট নিয়ে বেঁচে আছি?

0
204
728×90 Banner

মোঃ ফিরোজ খান

অনেক কষ্ট জমা আছে আমার বুকে
বহন করতে পারছিনা এতোকষ্ট একা,
কাউকে দিতে চাই কিছু কষ্ট জীবন থেকে
সরল পথে চলে হয়েছি আমি বোকা।

মানুষ হয়ে চিনতে পারিনি অন্য মানুষকে
নিয়তির কাছে হার মেনেছি অবশেষে,
কষ্টের জীবনে ভরসা করি শুধু মাওলাকে
সকলেই কষ্ট দিয়েছে মিছে ভালোবেসে।

কি নেই? কি ই বা হারিয়েছি জীবন থেকে?
মানতে খুবই কষ্ট হয় আজ বেঁচে থেকে,
না খেয়ে থাকার কষ্ট একটুও নেই জীবনে?
শুধু কষ্ট পাই চেনা স্বজনের ব‍্যবহার দেখে।

নিজেকে বড়ই ক্লান্ত মনে হয় প্রতিটি ক্ষণে
কষ্টের পরিমাণ ধীরে ধীরে ভারী হচ্ছে,
হয়তো জীবনের শেষ সময় এসে গিয়েছে
ফরিয়াদ জানাই প্রভু আজ তোমার কাছে।

প্রতিনিয়ত মরণকে করছি আমি শুধু স্বরণ
মরণের ডাক আসলে ওপারে চলে যাবো,
মিছে মানুষের মায়ার বাঁধনকে ছিন্ন করে
কষ্ট থেকে মুক্তি আমি ওপারে গিয়ে পাবো।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here