গাছের ফুল গাছেই নিরাপদ

0
94
728×90 Banner

বায়েজীদ হোসেন: ফুল মানুষ, জীন,পরি,প্রজাপতি, মৌ মাচি,ভ্রমর সহ অসংখ্য প্রানির প্রিয়,তাই ফুলকে ভালোবাসেনা এমন মানুষ খুঁজে পাওয়া দায়। সেই ফুল যখন গাছথেকে নারীর খোঁপায় অথবা ফুলদানিতে কিংবা দোকানে তোড়া হিসাবে ব্যবহার হয়।পরক্ষনেই সেই ফুলটির ডাষ্টবিনে তার যায়গা হয়। এতো ভালোবাসার বস্তুটি ব্যবহার হয়েগেলেই কদর শেষে তার স্থান ডাষ্টবিনে। এসব হয়তো হয় ফুলের অংকারের কারনে। ফুল নিজেকে যখনই ফুটিয়ে তোলে তারপরই তার কপালে নেমে আশে বিদায়ের পালা। ফুল যখন ভূলে যায় সে গাছের সৌন্দর্য, সে নিজের মধ্যে অহংকার বোধে মেতে উঠে গাছথেকে চলে যেতে চায়, সে ভূলে যায় গাছ তার নিরাপদ স্থান। নিজের সৌন্দর্যে সে নিজেই অহংকার অহমিকায় পড়ে গাছথেকে মানুষের হাতে হাতে ঘুরার ইচ্ছা করে,তারপর এ হাত থেকে সে হাত এ ভাবে হাত বদলাতে বদলাতে যখন তার সৌন্দর্য নষ্ট হয় তখন সে খোদ ব্যবহার কারীর কাছেই অপছন্দের কারন হয়ে যায়। তারপর তার ঠিকানা হয় ডাষ্টবিন। তাই গাছের ফুল গাছেই নিরাপদ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here