গাজীপুরে সহায়তা দিতে গিয়ে মামলার আসামি হলেন সামজকর্মী

0
103
728×90 Banner

গাজীপুর প্রতিনিধি : অসহায় মহিলাদের সঙ্গে প্রতারণার প্রতিবাদ করায় গাজীপুরে সুধী জনকল্যাণ মহিলা সমিতির সভাপতি রওশন আরা বেনজীর ও তার স্বামীকে মামলার আসামি করা হয়েছে। আজ ১৯ অক্টোবর সোমবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রওশনারা লিখিত বক্তব্যে বলেন, রহিমা বেগম হিউম্যান রাইট রিভিও সোসাইটির নামে বিভিন্ন অসহায় মহিলাদের আইনগত সহায়তার কথা বলে দীর্ঘদিন ধরে প্রতারিত করে আসছেন। আমি তাদের ওই প্রতারণার কথা গাজীপুর জেলা প্রশাসক ও এনজিও সমন্বয় কমিটির সভায় উত্থাপন করায় আমার ও আমার স্বামীর বিরুদ্ধে রহিমার মেয়ে শেখ আনোয়ারা খানম বন্যা ওরফে রানী বাদী হয়ে পুলিশের সঙ্গে যোগসাজশ করে গাজীপুর সদর থানায় ষড়যন্ত্রমূলক ও সাজানো মামলা দায়ের করেছেন। সদর থানার এসআই জিন্নত আলী মামলাটি এফআরটি দেয়ার কথা বলে আমার কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। দাবীকৃত টাকা না দেয়ায় পুলিশ কর্মকর্তা করোনা পরিস্থিতির মধ্যে আদালতে দ্রæত চার্জশিট দাখিল করেন। এ ব্যাপারে প্রতিকারের জন্য তিনি গাজীপুর মহানগর পুলিশ কমিশনারসহ উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সহযোগিতা চেয়েছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here