তুরাগে ছিনতাইকারীদের বাসের সাথে ট্রাকের সংঘর্ষ, নিহত- ১

0
142
728×90 Banner

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ রাজধানীর তুরাগে ছিনতাই কাজে ব্যবহৃত আকাশ পরিবহন নামের একটি বাসের সাথে বালুবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে । এসময় ( ঢাকা মেট্রো ট- ১১- ৯৪৫৯ ) ট্রাক চালক আব্দুল হালিম ( ৩০ ) ঘটনাস্থলেই নিহত হন এবং তার সহকারী মোঃ সেলিম গুরতর আহত হন । পরে খবর পেয়ে তুরাগ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেন এবং চালকের সহকারী মোঃ সেলিম ও বাসের ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় কাতার ফেরত এক প্রবাসিকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য পার্শ্ববর্তী টঙ্গী সরকারি হাসপাতালে প্রেরন করেন । ছিনতাইয়ের কবলে পড়া প্রবাসী আব্দুল আলিম প্রধানের বরাত দিয়ে তুরাগ থানার পুলিশের উপ- পরিদর্শক ( এস আই ) মোঃ ওয়াজিউর রহমান জানান, বুধবার ভোর ৪টার দিকে বিমান যোগে কাতার থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান প্রবাসী আব্দুল আলিম প্রধান । এসময় তিনি বিমান বন্দর থেকে বের হয়ে বিমান বন্দর বাস স্ট্যান্ডে আসলে সেখানে পূর্ব থেকেই অপেক্ষমাণ ( ঢাকা মেট্রো ব ১৩- ০১৩২ ) নাম্বারে আকাশ পরিবহনের একটি বাসের ড্রাইভার তাকে নবীনগর পৌঁছে দেওয়ার কথা বলে ঐ বাসে উঠায় । সে উঠা মাত্রই ড্রাইভার দ্রুত গতিতে বাসটি চালাতে থাকে । এসময় বাসের ভিতর ঐ প্রবাসী বাদে মোট ৩জন ছিল । তার পর আব্দুল্লাহপুর অতিক্রম করার পর বাসের ভিতর আগেই অবস্থান নেওয়া ৩ব্যক্তি প্রবাসীকে ছুরি দিয়ে এলো পাথারি কোপাতে থাকে । এক পর্যায় প্রবাসীর সাথে থাকা ৫০হাজার টাকা, ২টি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেয় । তার পর বাসের ড্রাইভার পিছন ফিরে বলতে থাকে জানালা দিয়ে প্রবাসীকে ফেলে দিতে । এমন সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে । সংঘর্ষ ঘটার সাথে সাথে বাস চালক সহ বাকি ৩ ছিনতাইকারী পালিয়ে যায় । গুরতর আহত প্রবাসী গাইবান্দা জেলার, পলাশবাড়ি থানার, বরকতপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে । আর নিহত ট্রাক ড্রাইভার হালিম, জামালপুর জেলার, দেওয়ানগঞ্জ থানার, চরপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here