“জাতীয় সাহিত্য অধিদপ্তর” বাস্তবায়ন পরিষদের কমিটি গঠন

0
47
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বাঙলা সাহিত্যকে অগ্রগতি ও উন্নতির লক্ষে সাহিত্যপ্রেমীদের দীর্ঘদিনের প্রাণের দাবী “জাতীয় সাহিত্য অধিদপ্তর” বাস্তবায়নের লক্ষে আগ্রহী অনলাইন এবং অফলাইনে সক্রিয় কিছু সাহিত্য সংগঠক ও খ্যাতিমান লেখকদের সমন্বয়ে ঐক্যমতের ভিত্তিতে “জাতীয় সাহিত্য অধিদপ্তর” বাস্তবায়ন পরিষদ এর উপদেষ্টা পরিষদ এবং পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
কমিটি দুটির সম্মানিত উপদেষ্টাগণ হলেন-
যথাক্রমে- মাহমুদুল হাসান নিজামী, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন, ইভা আলমাস, অধ্যাপক জুবাইদা গুলশান আরা হেনা, বীর মুক্তিযোদ্ধা শুক্কুর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নাহিদ রোকসানা, ক্রীড়াবিদ রেহানা পারভীন, হাসিনা মমতাজ, এডভোকেট শিমুল পারভীন, শেফালী হোসাইন।
পরিচালনা কমিটি:
১) প্রধান সমন্বয়ক – কাজী ছাব্বীর। অন্যান্য সমন্বয়কগণ হলেন যথাক্রমে- রওশন আরা (রুশো), জেসমিন দিপা, আব্দুল গণি ভুইয়া, নুরুল শিপার খাঁন, রশিদ আহাম্মদ (পার্বত্য চট্টগ্রাম বিভাগ), শ ম দেলোয়ার জাহান, অসীম ভট্টাচার্য, বেলাল আহমেদ, শাম্মী খান, শাহনাজ পারুল, মুখপাত্র – নীলা মল্লিক।
কমিটির সম্মানিত সদস্যগণ হলেন- গাজী সাঈদুর রহমান, রিতু নুর, জি এম শফিক, সাঈফ সাদী, সরদার আব্বাস উদ্দিন, আরিফুজ্জান জুলহাস, এম এ খায়ের,মো:শরীফুল ইসলাম, লায়লা আরজুমান শিউলী,লাবন্য সীমা,মোহাম্মদ শামিউম বাছির, আমির হোসেন চৌধুরী, সৈয়দা রেহানা পারভীন ও শামীমা রোজী।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here