জামিনে মুক্তি পেলেন চিত্রনায়িকা মাহি

0
48
728×90 Banner

ডেস্ক রিপোর্ট: ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের দায়ের করা মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে জামিন দিয়েছেন আদালত। কারাগারে যাওয়ার সাড়ে ৩ ঘণ্টা পরেই জামিন মিলল নায়িকার।
শনিবার (১৮ মার্চ) বিকেলে গাজীপুরের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন এ আদেশ দেন।
প্রেগনেন্সি ও সেলিব্রেটি বিবেচনায় আদালত এ আদেশ দেন বলে জানান মাহির আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার শাহাদাত সরকার।
তিনি বলেন, তার মক্কেল আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই মামলা হওয়ার পরও দেশে চলে এসেছেন।
এর আগে দুপুরে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার চিত্রনায়িকা মাহিয়া মাহিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইকবাল হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে মাহিকে গাজীপুর জেলা কারাগারে নেয়া হয়।
প্রসঙ্গত, শনিবার (১৮ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহিকে গ্রেপ্তার করা হয়। তিনি সৌদি আরব থেকে ওমরাহ পালন করে ঢাকায় ফেরেন। তবে মাহির স্বামী দেশে না ফেরায় তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এর আগে ভোরে অভিযান চালিয়ে মাহির স্বামী রকিব সরকারের ম্যানেজারসহ ৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here