টঙ্গীতে আবরার হত্যার প্রতিবাদে মানববন্ধন

0
286
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে প্রতিবাদি কন্ঠ টঙ্গী নামক একটি সংগঠন। এতে টঙ্গীর বিভিন্ন কলেজ ও বেসকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। সংগঠনটির ব্যানারে সরকার শাহিনুল ইসলাম রনির নেতৃত্বে বুধবার দুপুরে টঙ্গী স্টেশন রোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দু’পাশে দাঁড়িয়ে শিক্ষার্থীরা এ কর্মসূচী পালন করে। মানববন্ধনে শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেধে আবরার হত্যার প্রতিবাদ, বিচার ও অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি সম্বলিত প্লাকার্ড প্রদর্শণ করে।
মানব-বন্ধন চলাকালে শিক্ষার্থীরা বলেন, দেশের সব থেকে মেধাবী শিক্ষার্থীরাই ভর্তি হয় বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে। আর সেখানেও যদি নিজের বাক-স্বাধীনতা প্রকাশের জন্য কাউকে খুন হতে হয়, তাহলে দেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানই আমাদের জন্য নিরাপদ নয়। তাই আমরা এ হত্যাকান্ডের বিচার দাবি করছি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here