টঙ্গীতে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক মাইকিং করায় সিটি কর্পোরেশনের কর্মচারীকে মারধর

0
357
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : করোনা ভাইরাস সংক্রমন রোধে সচেতনতামূলক মাইকিং করার সময় বুধবার (৮এপ্রিল) সন্ধ্যায় টঙ্গীর হিমারদিঘী এলাকায় গাজীপুর সিটি কর্রোরেশনের এক কর্মচারীসহ দুইজনকে মারধর করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।
এলাকাবাসী জানায়, সন্ধ্যায় করোনা ভাইরাস প্রতিরোধে মানুষকে সচেতনতা বৃদ্ধির লক্ষে সিটি কর্রোরেশনের কর্মচারী রাজন মিয়া ৪৬নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মাইকিং করে হিমারদিঘী এলাকায় যায়। সময় জনৈক বাবলু মিয়ার বাড়ির সামনে আসলে মৃদুল নামে এক ব্যক্তি তাকে বাধা দেয়। এনিয়ে রাজনের সাথে মৃদুলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে মৃদুল ও তার স্বজনরা রাজনকে এলোপাথারীভাবে মারধর শুরু করে। এতে সে গুরুতর আহত হয়। এ সময় রাজনকে উদ্ধার করতে এসে সুমন নামে একজন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এব্যাপারে ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুল ইসলাম নুরুর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here