টঙ্গীতে গরীব-দু:খী বন্ধু কল্যাণ সংগঠনের উদ্যোগে বস্ত্র বিতরণ

0
228
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে গরীব-দু:খী বন্ধু কল্যাণ সংগঠনের উদ্যোগে গরীব-দু:খী মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে গরিব-দুঃখী বন্ধু কল্যাণ সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা মিয়ার সার্বিক সহযোগিতায় দৈনিক নওরোজ পত্রিকার কান্ট্রি এডিটর মনসুর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের টঙ্গী সংবাদদাতা মো, কাজী রফিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক জনতার টঙ্গী প্রতিনিধি সিনিয়র সাংবাদিক দেওয়ান রফিকুল ইসলাম মাখন, গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক বায়েজিদ হোসেন, সমকালের টঙ্গী প্রতিনিধি আবু সালে মুসা বাবু, টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি কাজী মনজু, টঙ্গী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার বাবু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের টঙ্গী পূর্ব থানা সাধারণ সম্পাদক অমল চন্দ্র ঘোষ, টঙ্গী পূর্ব থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুল শিকদার সবুজসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, গাজীপুর রিপোর্টার্স ক্লাবের কার্যকরী সভাপতি পদপ্রার্থী শফিকুল ইসলাম জিতু, দৈনিক বর্তমানের টঙ্গী প্রতিনিধি সুজন সারোয়ার, দৈনিক সকালের সময় টঙ্গী প্রতিনিধি শেখ রাজিব হাসান আকাশ, দৈনিক নওরোজ টঙ্গী প্রতিনিধি জাহাঙ্গীর আকন্দ,এস টেলিভিশনের আব্দুল আলিম, বাংলাদেশের আলোর প্রতিনিধি আল-আমিন হোসেন, সাংবাদিক ক্লাবের সভাপতি আওলাদ হোসেন, আনন্দ টেলিভিশনের শামীমা খানম, দৈনিক অন্য দিগন্ত উপ – সম্পাদক রোকসানা পারভীন রুবিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করেন মাওলানা আব্দুর রহমান ও সঞ্চালনা করেন দৈনিক খবরপত্র টঙ্গী প্রতিনিধি বশির আলম মাল।
প্রধান অতিথি কাজী রফিক বক্তব্যে বলেন, গরীব-দু:খী বন্ধু কল্যাণ সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক সেবামূলক এ সংগঠন ইতিমধ্যে তাদের নানান কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সকল মহলের প্রশংসা অর্জন করেছে। ১০০ জন অসহায়দের মাঝে এই সংগঠনের পক্ষ থেকে শাড়ি ও লুঙ্গি বিতরণ করায় আমি আনন্দিত।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিশেষ অবদান রাখায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here