টঙ্গীতে মাসব্যাপী ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন

0
203
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার ক্রিকেট একাডেমীর উদ্যোগে জাতীয় ক্রিকেট দলের বর্তমান ও সাবেক খেলোয়ার কোচ দ্বারা বোলার ও ব্যাটসম্যান্ট ট্যালেন্ট হান্টিং ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠান রোববার টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজে ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লার সভাপতিত্বে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড আম্পেয়ার শহিদুল ইসলাম জঙ্গীর পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট টিমের খেলোয়ার শাহরিয়ার নাফিস। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ মো: আলাউদ্দিন মিয়া, গাজীপুর মহানগর আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাকির হাসান খোকন, টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর, খেলোয়ার আবু নাসের বুলবুল, কাজী সালাহ উদ্দিন সোহেল, জিএম ইভান, মনির হোসেন, আরিফুর রহমান পলাশ, এহসানুল আলম ফরাজী, আরিফ খান প্রমুখ।
উল্লেখ্য টঙ্গীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদেরকে খেলাধূলায় উৎসাহিত করার লক্ষ্যে এবং প্রশিক্ষণের মাধ্যমে খেলোয়ার তৈরির লক্ষ্যে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার একাডেমীর উদ্যোগে জাতীয় ক্রিকেট দলের বর্তমান ও সাবেক খেলোয়ার এবং কোচ দ্বারা বোলার ও ব্যাটসম্যান ট্যালেন্ট হান্টিং করার লক্ষ্যে মাসব্যাপী ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প চালু করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে ১লা ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত নবীন খেলোয়ার ছাত্রছাত্রীদের রেজিষ্ট্রেশন ৯ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত যাচাই বাছাই, ১৭ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ক্যাম্পিং সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খেলোয়ারদের প্রশিক্ষণ।
#

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here