টঙ্গীর এরশাদনগর এলাকায় বস্তি ও দোকানপাট ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ

0
295
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীর এরশাদনগর এলাকায় রাস্তা ও দোকানপাট ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি এরশাদনগর এলাকা থেকে শুরু করে টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থান করেন। মিছিল শেষে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধুর গরীব দু:খী মানুষের দোকানপাট, বসতবিটা রক্ষা কমিটির সভাপতি মনি কাঞ্চনের সভাপতিত্বে এবং টঙ্গী পৌরসভার সাবেক কমিশনার মজিবুর রহমানের পরিচালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু গরীব, দু:খী মেহনতী মানুষের দোকানপাট, বসতবিটা রক্ষা কমিটির সাধারণ সম্পাদক শেখ মো: আলাউদ্দিন মিয়া, টঙ্গী থানা যুবলীগের সভাপতি বস্তি ও দোকানপাট রক্ষা কমিটির উপদেষ্টা আলহাজ্ব আব্দুস সাত্তার মোল্লা, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোস্তফা ভুট্টু, আওয়ামীলীগ নেতা রমজান খন্দকার, রফিজল মিয়া, কানু মিয়া, জসিম উদ্দিন, খোকন মিয়া, আ: বারেক খান, মো: মজিবর হোসেন, সালমা আক্তার সাথী, তাছলিমা কাঞ্চন প্রমুখ।
উল্লেখ্য, এরশাদনগর এলাকায় কোন ধরনের বড় যানবাহন চলাচল করে না। বর্তমানে রাস্তাটি ২২ ফিট আছে। সাধারণ মানুষের দোকানপাট ও বসতঘর ভেঙ্গে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মো: জাহাঙ্গীর আলম ক্ষতিপূরণ না দিয়ে ৪০ ফিট করার উদ্যোগ গ্রহণ করেন। এতে সাধারণ মানুষের ব্যাপক ক্ষতি হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here