ঠাকুরগাঁওয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২১ পালন

0
153
728×90 Banner

ঠাকুুরগাঁও প্রতিনিধিঃ নানা আয়োজনে ঠাকুরগাঁওয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২১ পালন করা হয়েছে।
ঠাকুুরগাঁও জেলা প্রসাশনের আয়োজনে দিবসের প্রারম্ভে অপরাজেয়-৭১ চত্তরে পুষ্পস্তবক অপন শেষে জেলা প্রসাশন সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রসাশক মোঃ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পানি সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুুরগাঁও-০১ আসনের সংসদ সদস্য- রমেশ চন্দ্র সেন।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার জনাব, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। অতিরিক্ত জেলা প্রসাশক মোঃ মামুন ভুইয়া। বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু। জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার- বদরুদ্দোজা বদর। পৌর মেয়র- আনজুমান আরা। জেলা আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সস্পাদক- এ্যাডভোকেট রুবেল সহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধান গণ। প্রেসক্লাব সভাপতি সাংবাদিক- মুনসুর আলী, বাংলাদেশ টেলিভিশন জেলা সাংবাদিক মাসুদ রানা পলক। আরও অনেকে উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান তিনার পরিবার জাতিয় ৪ নেতা, শহীদ বুদ্ধিজীবীদের স্বরণে ১ মিনিট নিরবতা পলন করেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রমেশ বলেন, এক বঙ্গবন্ধুর জন্যই দেশ স্বাধীনতা পেয়েছে। শহিদ বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ড আমাদের স্বরণে রেখে এই দিবস গুলোর তাৎপর্য ও মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। এই দিবসগুলো পালনে আমাদের আরও সচ্ছার হতে হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here